ঠাকুরপোরা সাবধান! ঝুমা বৌদির এমন উষ্ণ আবেদন উপেক্ষা করতে পারবেন তো?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মোনালিসার জনপ্রিয়তার রীতিমতো বাড়বাড়ন্ত দেখা যায়। মাঝে মাঝেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নানা আবেদনময়ী ছবি পোস্ট করে অনুরাগীদের মনে ঝড় তুলতে মোনালিসার জুড়ি মেলা ভার। সম্প্রতি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। একটি জনপ্রিয় ম্যাগাজিনের হয়ে ফটোশুট করেছেন তিনি। একের পর এক ‘হট’ ছবি শেয়ার করে নেটদুনিয়া রীতিমতো তোলপাড় করে দিয়েছেন মোনালিসা।

https://www.instagram.com/p/B7DRA7slJAX/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7D5MvSldjm/?utm_source=ig_web_copy_link

স্বল্প পোশাকে পাঁচ পাঁচটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কোনোটায় হাল্কা হাসিতে নেটিজেনদের মনে ঝড় তুলেছেন তিনি। আবার কোনোটায় সুইমসুট পরে নেটজগতে উষ্ণতা ছড়াচ্ছেন মোনালিসা। ছবিতে দেখা যাচ্ছে, বেইজ রঙের সুইমসুট পরে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর আবেদনময়ী দৃষ্টিকে উপেক্ষা করবেন এমন পুরুষ খুব কম আছেন।

https://www.instagram.com/p/B7FNxvgl-jZ/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7Fp-BqFeHv/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7Hy96BlFJg/?utm_source=ig_web_copy_link

এর আগেও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বহু ‘হট’ ছবি শেয়ার করেছেন মোনালিসা। কখনও বাথটবে বসে আবার কখনও সুইমিং পুলে, সব ফটোশুটের ছবিই অনুরাগীদর জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। প্রসঙ্গত, ভোজপুরি ছবিতে বেশ জনপ্রিয় নাম মোনালিসা। বহু ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ভোজপুরি ছবিরই অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মোনালিসা।

সম্পর্কিত খবর

X