অবলীলায় তুলে নিচ্ছেন ভারী বারবেল, ভাইরাল দেবলীনার ওয়ার্কআউট ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কয়েক বছরেই টলিউডে নিজের জায়গা কায়েম করে ফেলেছেন দেবলীনা কুমার। মডেলিং তিনি আগেই করতেন। তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘প্রাক্তন’ ছবিতে অভিনয়ের দৌলতে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন টলিউডে। অবশ্য তাঁর জনপ্রিয়তার শীর্ষে ওঠার নেপথ্যে রয়েছে একটি গান। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘গোত্র’ ছবির ‘রঙ্গবতী’ গানটিতে নাচতে দেখা গিয়েছিল দেবলীনাকে। গানটির সুরেলা ছন্দের সঙ্গে অভিনেত্রীর প্রাণখোলা নাচ রীতিমতো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে এই গান ও নাচকে কেন্দ্র করে শুর হয় ‘রঙ্গবতী চ্যালেঞ্জ’। সেই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল দেবলীনার প্রেমিক গৌরব চ্যাটার্জিকেও।

মডেল হওয়ার জন্য কঠোর শরীরচর্চার মধ্যে দিয়ে যেতে হয় দেবলীনাকে। নিয়মিত জিম করে নিজেকে ফিট রাখেন অভিনেত্রীকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই শরীরচর্চারই একটা ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে বারবেল নিয়ে বেশ কসরত করছেন দেবলীনা। ক্যাপশনে নতুন বছরকে চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B6-IuzxAeCk/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবলীনার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছিল মঞ্চে নাচতে নাচতে লেহঙ্গা প্রায় খোলার উপক্রম হলে কীভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন তিনি।

https://www.instagram.com/p/B6iBYLqAq5y/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6fMe39AnSY/?utm_source=ig_web_copy_link

অভিনেতা গৌরব চ্যাটার্জির সঙ্গে দেবলীনার সম্পর্কের কথা কারওরই জানতে বাকি নেই। নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সবার সামনেই চুটিয়ে প্রেম করেন এই জুটি। এমনকি নববর্ষকেও একসঙ্গেই স্বাগত জানিয়েছেন দেবলীনা-গৌরব। সেই ছবিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দেবলীনা।

সম্পর্কিত খবর

X