স্বামী ডিভোর্সি, আমিও তো ভার্জিন নই, নিন্দার মুখে সপাটে জবাব অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন টেলি জগতের অভিনেত্রী নেহা পেন্ডসে। নববর্ষের প্রথম দিন থেকেই লাইমলাইট রয়েছে তাঁর ওপর। ওইদিন হবু বর শার্দুল সিং বায়াসকে চুম্বন করে নতুন বছরকে স্বাগত জানান নেহা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই লাইকের ঝড় ওঠে। পাশাপাশি নিন্দার সম্মুখীনও হতে হয় তাঁকে। তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে শার্দুলের গলাতেই মালা পরিয়েছেন অভিনেত্রী।

Neha Pendse

সবেমাত্র চারদিন হয়েছে নেহা ও শার্দুলের বিয়ের। পুরোনো ছবি নিয়ে বিতর্ক শেষ হতে না হতে ফের নতুন করে সমালোচনার মুখে পড়েছেন নেহা। এটা শার্দুলের দ্বিতীয় বিয়ে। তাঁদের বিয়েতে তাঁর আগের পক্ষের দুই মেয়েও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে জমিয়ে উপভোগ করতে দেখা গিয়েছে নেহাকে। শার্দুলের দুই মেয়ের সঙ্গেই যে ইতিমধ্যে বেশ ভাব জমিয়ে ফেলেছেন তিনি তা তাঁদের বিয়ের ছবি দেখেই স্পষ্ট। তবে এই নিয়ে নানাজনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/B7DawHSDnPA/?utm_source=ig_web_copy_link

নেটিজেনদের একাংশের প্রশ্ন, শার্দুলের আগের বিয়ে নিয়ে মতামত কী নেহার? উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, আজকের দিনে এসব কোনও বিষয়ই নয়। অনেকেই কেরিয়ারের জন্য দেরি করে বিয়ে করেন। অনেকের আবার প্রেম হলেও বিয়ের আগেই তা ভেঙে যায়। ভালবাসা, আবেগ, শারীরিক সম্পর্ক সবই তাদের মধ্যে থাকলেও থাকে না শুধু আইনের সম্মতি।

https://www.instagram.com/p/B7A1hq5DTSb/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6-AyZgjmpQ/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6vz9x-jo3L/?utm_source=ig_web_copy_link

নেহা আরও বলেন, “শার্দুলের ডিভোরেস নিয়ে কেউ প্রশ্ন তুলবে কেন?  আমিও তো ভার্জিন নই। আমরা একে অপরের অতীতটাকে সম্মান করি। এটাই আমাদের সম্পর্কের ভিতটা তৈরি করেছে।” প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে প্রথম বিয়ে করেন শার্দুল সিং বায়াস। তাঁর আগের পক্ষের দুই মেয়ে রয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর