পৌষ পার্বনে কনকনে ঠান্ডায় কাঁপবে রাজ্য, আজ পারদ পতন ৩ ডিগ্রি

বাংলাহান্ট ডেস্কঃ  বর্ষার শেষে আবারও কনকনে ঠান্ডার পরিস্থিতি রাজ্যে।  ৩ ডিগ্রি নেমে গেল পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।পাশাপাশি দক্ষিন ও পশ্চিম এর জেলা গুলিও কাঁপবে ঠান্ডায়। দার্জিলিং ও সিকিমে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।

বৃষ্টি কেটে যাওয়ার পরই রাজ্য জুড়ে শীতের মেজাজ ফিরবে বলে জানিয়েছিল আলিপুর। প্রত্যাশামতই আজ ৩ ডিগ্রি কমে পারদ সাড়ে ১২ এর কাঁটা ছুঁয়েছে। আলিপুর সূত্রে খবর আগামী কয়েকদিনে  ১০ ডিগ্রিরও নীচে কোথাও কোথাও নেমে যাতে পারে কলকাতার তাপমাত্রা।  উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা ।বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিবেশী রাজ্য সিকিমেও।

cough
Young woman coughing during winter on street. Girl with cold wearing knitted cap and scarf feeling unwell. Woman feeling sick during for winter and city pollution. Girl with sore throat.

কনকনে ঠাণ্ডার পাশাপাশি রাজ্যজুড়ে কুয়াশাও হবে বলে জানাচ্ছে আলিপুর।মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। যার জেরে ব্যহত হতে পারে ট্রেন ও সড়ক পরিবহন। হালকা কুয়াশা থাকবে অন্য ব্জেলাগুলিতেও।

গতবছরের শীতের ইনিংস শুরু হয়েছিল টি-টোয়েন্টির মত ঝোড়ো ভাবেই। কিন্তু হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় হতাশ হয়েছিল শীত প্রেমিরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বড়দিন হতে পারে শীতের উষ্ণতম দিন। বছরের শুরুটাও জমিয়ে করেছিল শীত। কিন্তু তারপরেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে রাজ্য জুড়ে জারি বৃষ্টি। মেঘলা আবহাওয়ার কারনে নতুন বছরে সেভাবে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। তবে এবার এই পারদ পতন পিঠে প্রেমী বাঙালির পৌষ পার্বন জমিয়ে দিতে চলেছে।

সম্পর্কিত খবর