বাংলা হান্ট ডেস্কঃ ৮২ তম জন্মদিনে তাঁর জন্য এক অনন্য উপহার। ক্রিকেট এবং ফুটবল মিলিয়ে খেলাধূলোর জীবন তাঁকে অঢেল দিয়েছে, সেরকমই বহু সম্মানের অধিকারী হয়েছে কিংবদন্তী ক্রীড়বিদ চূণী গোস্বামী। তাঁর বর্ণময় জীবনে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। এবার তাঁর মুকুটে আরও একটি নয়া পালক সংযোজন হতে চলেছে।
প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে তাঁর নামে পোস্টেজ স্ট্যাম্প তৈরি হচ্ছে। এর আগে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে পোস্টাল স্ট্যাম্প তৈরি হয়েছে, কিন্তু ভারতীয় ফুটবলারদের মধ্যে তিনিই প্রথম। আগামী বুধবার চূণী গোস্বামীর ৮২ তম জন্মদিন। সেদিনই এই সম্মান প্রাপ্তি হবে তাঁর। এর আগে একমাত্র একজন পুরুষ ক্রিকেটার এই সম্মানের অধিকার লাভ করতে পেরেছিলেন। তিনি হলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
শুক্রবার পোস্টাল বিভাগের লোকেরা এসে তাঁর বিভিন্ন ছবি নিয়ে গিয়েছেন। কোন ছবিটা শেষপর্যন্ত স্ট্যাম্পে বসতে চলেছে তা এখনও অজানাই। নিজের ছবি পোস্টেজ স্ট্যাম্পে বসানো হবে শুনে আবেগতাড়িত হয়ে পড়েন প্রখ্যাত খেলোয়াড়। বিশেষ এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সচিনের পর তিনিই যে এ সম্মান পাচ্ছেন, তাঁর জন্য তিনি অভিভূত। জীবনভর বহু সম্মানের অধিকারী হয়েছেন এই কিংবদন্তি ক্রীড়বিদ। এবার বয়সের প্রায় শেষ প্রান্তে এসে এত বড় সম্মান পেয়ে আপ্লুত হয়েছেন বিখ্যাত খেলোয়াড়।