এবার আপনার হাতের মুঠোয় ট্রেনের রিজার্ভেশন চার্ট!

বাংলা হান্ট ডেস্কঃ রেলের যাত্রীদের জন্য দারুণ সুখবর । যাঁরা প্রায়ই ট্রেনে কলকাতা থেকে দিল্লি কিংবা দিল্লি থেকে মুম্বই, হায়দরাবাদ যাচ্ছেন, তাঁদের সুবিধার্থে রেল নয়া ব্যবস্থা। অনলাইনে সহজেই দেখা যাবে ট্রেনের রিজার্ভেশন চার্ট ।

irctc 1

আপনি যদি  চান ট্রেনের চার্ট তৈরির পর কোনও সিট খালি আছে কিনা তা ওই রিজার্ভেশন চার্ট থেকে সহজেই দেখে নিতে পারবেন । আর এর ফলে শেষে মুহুর্তে কনফার্ম হওয়া ওয়েটিং লিস্টের টিকিট যাঁর কাছে থাকবে তার আরও সুবিধা হয়ে যাবে এই চার্টের মাধ্যমে ।

এতদিন  টিকিট বুকিং-এর পর এসএমএস-এর মাধ্যমে কোন বগির কোন সিট সেটি জানা গেলেও, তার জন্য নির্ভর করতে হত রেলের উপর । এবার থেকে তাও আর করতে হবে না । ট্রেন ছাড়ার আগে ট্রেনের রিজার্ভেশেন চার্টের গোটা তালিকাই হাতে মুঠোয় চলে আসবে ।আইআরসিটিসি-র ওয়েবসাইটে গেলেই সেই তালিকা দেখা যাবে। রেলের এই নতুন পরিষেবা থেকে তাঁদের সবথেকে বেশি সুবিধা হবে, যাঁরা চার্ট তৈরি হয়ে যাওয়ার পর কোনও সিট কোনও বগিতে খালি আছে কিনা তা জানা যাবে ।

সাধারণত কোনও দূরপাল্লার ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট তৈরি হয় ।এরপরে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় চার্টটি প্রকাশিত হয় ।সেখানেই দেখা যায় চূড়ান্ত তালিকাটি । ভারতীয় রেল সূত্রের খবর, সব ট্রেনে সব শ্রেণির জন্য এই পরিষেবা মিলবে । আইআরসিটিসি-র ওয়েবসাইট খুললেই নিজের ইচ্ছমত দেখতে পারবেন রিজার্ভেশন চার্ট । ওয়েবসাইটে বিশেষ একটি অপশনে ক্লিক করলেই বিস্তারিত তথ্য পাবেন যাত্রীরা।

 

 

 

 

সম্পর্কিত খবর