বাংলাহান্ট ডেস্কঃ সামাজিক সুরক্ষা যোজনায় রেকর্ড পশ্চিমবঙ্গের। পরিষেবা পেল প্রায় ২৯ লক্ষ শ্রমিক। খরচ হল ১৬৩০ কোটি ৩৩ লক্ষ টাকা। দেশের নিরিখে যা সর্বোচ্চ। ইতিমধ্যেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ১ কোটি ১৭ লক্ষ শ্রমিকের নাম সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এই নিরিখে সব চেয়ে এগিয়ে আছে মালদহ। পূর্ব মেদিনীপুরে ২ লক্ষের বেশী মানুষ এই সুবিধা পেয়েছেন। মুশির্দাবাদে আড়াই কোটি টাকা দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাওয়া যাবে একাধিক সুযোগ সুবিধাও।অনলাইনেও চলছে এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন পর্ব।
এই প্রকল্পে শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যনিধি, মৃত্যু ও দুর্ঘটনা সংক্রান্ত একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা পেয়ে থাকেন শ্রমিকরা। এই তালিকায় রয়েছেন প্রায় সমস্ত শ্রেনীর অসংগঠিত শ্রমিকেরাই। যাদের কোনো সামজিক সুরক্ষা এতদিন ছিলনা। একই সাথে এই সব শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাহায্যও করবে রাজ্য। যাতে তারা পরবর্তী সময়ে সমাজে প্রতিষ্ঠিত হোটে পারে। একই সাথে কোনো শ্রমিক যদি দুর্ঘটনার কবলে পড়েন তাকেও সাহায্য করবে রাজ্য সরকার।
কিভাবে যুক্ত হবেন সামাজিক সুরক্ষা যোজনায়?
সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হলে আপনাকে তথ্যমিত্র কেন্দ্র বা অনলাইন সেন্টারে এ যোগাযোগ করতে হবে । অনলাইন এই যোজনায় আবেদন করার জন্য https://ssy.wblabour.gov.in/ ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন করার পর আপনার SSIN নাম্বার নিয়ে আপনার নিকটবর্তী ব্লক অফিসের সংলগ্ন শ্রমিক কল্যাণ সৌকর্য কেন্দ্র (LWFC) তে যোগাযোগ করলেই পেয়ে যাবে সহায়তা।