বাংলাহান্ট ডেস্কঃ একটি রাজ্য সরকারের সরকারি চাকরি করতে সকলেই চায়। আর সেই চাকরি যদি স্বাস্থ্য বিভাগে হয় তা হলে তো কথাই নেই । রাজ্য সরকার এবার মেডিকেল টেকনিশিয়ান পদে করতে চইলেছে নিয়োগ। RD, ECG, RT, Cath lab, critical care ইত্যাদি বিভিন্ন বিভাগে হবে নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় দ্বাদশ পাস ও মেডিকেল টেকনোলজি বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে দুই বছরের ডিপ্লোমা। সারা রাজ্যে মোট নিয়োগ হবে ৮৬৩ জন মেডিকেল টেকনোলজিস্টদের। আবেদন মূল্য ১৬০ টাকা । সংরক্ষিতদের জন্য কোনো আবেদন মূল্য নেই । নির্বাচনের পদ্ধতিঃ লিখিত ও ইন্টারভিউ। আবেদন করার শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২০।
আবেদন করার শেষ তারিখঃ ২০ জানুয়ারি ২০২০।
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ মেডিকেল টেকনোলজিস্ট
শূন্যপদ– ৮৬৩
বয়স- ২১ থেকে ৩৯ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান শাখায় দ্বাদশ পাস ও মেডিকেল টেকনোলজি বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে দুই বছরের ডিপ্লোমা
বেতনঃ ৭১০০ – ৩৭৬০০ টাকা, সাথে গ্রেড পে বাবদ ৩৬০০ টাকা
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ ১৬০ টাকা ( সংরক্ষিতদের জন্য কোনো আবেদন মূল্য নেই )
নির্বাচনের পদ্ধতিঃ লিখিত ও ইন্টারভিউ।
ওয়েবসাইটঃ http://wbhrb.in//
আবেদনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কিছু তথ্যঃ
নতুন আবেদনকারীদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রার করে নিতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এক্ষেত্রে আপনাকে জানাতে হবে আপনার প্রাথমিক তথ্য।
এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি দিন। এই তথ্যগুলি যত্ন করে কোথাও লিখে রাখুন। সংশ্লিষ্ট নথি আপলোড করুন।
ভবিষ্যতের ব্যবহারের জন্য একটি প্রিন্ট আউট রাখতে পারেন।