পাকিস্তানের কথা শুনে রাষ্ট্রপুঞ্জে ধাক্কা খেলো চীন, ৩৭০ধারা ভারতের নিজেদের বিশয়

বাংলা হান্ট ডেস্ক- ভারতবর্ষের মধ্যে যতবার জঙ্গি আক্রমণ ঘটিয়েছে ততোবারই পাকিস্তানের নাম সামনে এসেছে শুধু ভারতের সাথে নয় পাকিস্তানের সাথে সারা পৃথিবী সম্পর্ক একদম তলানিতে কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার পর কিছুটা চাপে পাকিস্তান এবং ভারত কোনরকম ভাবে পাকিস্তানকে আর জঙ্গি কার্যকলাপ করতে সাহায্য করবেন না

সেই পরিপ্রেক্ষিতে গত বছর যখন 370 ধারা বিলুপ্ত করা হয় সেই সময় নানা মহলে প্রশ্ন ওঠে এবং ভারতের প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের কাছে নালিশ জানায় কিন্তু রাস্তা কর্ণপাত না করে জানায় কাশ্মীরে সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয় এই বিষয় নিয়ে কোন মন্তব্য করেননি রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জের কাছে ফের গতকাল দাবি জানায় কাশ্মীরে 370 ধারা নিয়ে কিন্তু রাষ্ট্রপুঞ্জ বিষয়টি কর্ণপাত না করে খারিজ করে দেন জাতীয় মঞ্চে।

15650946415d4972f155c2f

আন্তর্জাতিক মহল সূত্রে খবর কাশ্মীর প্রসঙ্গ টেনে ভারতকে চাপে রাখার যে কৌশল তৈরি করেছিল তা পাকিস্তানের নয়া চাল হতে পারে কিন্তু রাষ্ট্রপুঞ্জ ভারতের এই 370 ধারা নিয়ে জানিয়ে দিয়েছে এটি ভারতের সম্পূর্ণ নিজস্ব বিষয় এখানে কোন রকমভাবে হস্তক্ষেপ করা যাবে না

গতকাল সেনা দিবস দিল্লিতে সেনাপ্রধান বলেন ভারতবর্ষের সংবিধানে যে বিল পাস হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য 370 ধারা বিলুপ্ত এর ফলে সৈন্যরা যেমন প্রাণহানির ঘটনা কম হচ্ছে এবং কাশ্মীর ভারতের একটা অংশ ছিল তা মানুষের কাছে আবারো ফুটে উঠলো অর্থাৎ সেনাপ্রধান কাশ্মীরের এই ইসু কে তিনি ঐতিহাসিক বলে জানিয়েছি রাষ্ট্রপুঞ্জের কাছে যেভাবে মুখ খুলল পাকিস্তান ও চীনের উচিত শিক্ষা দিয়ে কে বলে ভারতের কূটনৈতিক মহলের দাবি

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর