প্রতি সপ্তাহে তোলা যাবে না রেশন, কড়া পদক্ষেপ মমতার

এর আগে রেশন কার্ড নিয়ে অনেক সমস্যা এমন কি রেশন তললা নিয়ে ও নানা সমস্যা দেখা আছে। আর এর পরে এই রেশন নিয়ে আর একবার কড়া পদক্ষেপ নিতে বসেছে রাজ্য সরকার। দেশের অর্থনীতি   এখন তলানিতে। বাজার অগ্নিমুল্য আর এই পরিস্থিতিতে আবার দেশ এনআরসি , এনপিআর এবং সিএবি নিয়ে একটা সমস্যায় তো আছেই এর মধ্যে আবার রেশন তোলা নিয়ে নতুন নিয়ম কি করে বাংলার মানুষ কে আবার খিপ্ত করে তুলবে তা বোঝা জাচ্ছে না।

এখন দেখার বিষয় এই নতুন নিয়ম করার কারন কি? রাতারাতি এতো কড়া পদক্ষেপ কেন নিলো সরকার সেটাও ভাবাচ্ছে আমদের আমজনতাকে ।  এবার থেকে রেশন তুলতে গেলে নিয়ম করে দেওয়া হয়েছে  মেশিনে আঙ্গুলের ছাপ দেওয়া হবে। তারপরেই সম্ভব হবে রেশন তোলা । এমন কি এই নতুন সুবিধার কতা মাতাহ্য রেখেই আনা হবে এই নিয়ম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রেশন দোকান গুলিতে  ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্র পাঠানো হবে।

ALU2

 

 

কারন এর মাধ্যমেই গ্রাহকদের আঙ্গুলের ছাপ নথিভুক্ত করা হবে।  ৩৫ লক্ষ রেশন গ্রাহক এখন রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় নতুন রেশন কার্ড পাবেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,  সপ্তাহ প্রতি  রেশনের চাল, গম ও চিনি কেনা যাবে না। এবার মাসে একদিন বিক্রি হবে রেশনের জিনিসপত্র।

গ্রাহকদের গোটা মাসের রেশন পণ্য কিনে নিতে হবে ওই দিনই। আগে থেকে চলে আসা এই নিয়মের মানে, রেশন ব্যবস্থার নিয়মে পরিবর্তন ঘটতে চলেছে। বৃহস্পতিবার বর্ধমানের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এমন কথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমন কি যে কনোদিন গেলেই মিলবে না চাল, ডাল এবং চিনি । এরজন্য একটা দিন ঠিক করে দেওয়া হবে, সময় বেধে দেওয়া হবে । সেইদিনই একমাত্র মিলবে রেশন।

সম্পর্কিত খবর