মাত্র ১৭ বছরেই নতুন গ্রহ আবিষ্কার ‘বিষ্ময় বালক’এর!

বাংলাহান্ট ডেস্ক: নাসায় ইন্টার্নশিপ করার তৃতীয় দিনেই নতুন এক গ্রহ আবিষ্কার করে ফেলল মাত্র ১৭ বছরের এক কিশোর। গরমের ছুটির সময় আরও কয়েকজন ছাত্রের সঙ্গে সেও নাসার মেরিল্যান্ডের মহাকাশ গবেষনা কেন্দ্রে প্রবেশের সুযোগ পেয়েছিল। আর এই গরমের ছুটিই জীবন বদলে দিল নিউ ইয়র্কের স্কার্সডেলের বাসিন্দা উল্ফ কুকিয়ারের।

নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করছিল উল্ফ। ইন্টার্নশিপের প্রথম দুদিন নিস্তরঙ্গ ভাবেই কাটে। কিন্তু তৃতীয় দিনেই এই অভিনব আবিষ্কার করে ফেলে সে। যে গ্রহটি উল্ফ আবিষ্কার করেছে সেটির ভর পৃথিবীর থেকে সাত গুণ বেশি। দু দুটি তারাকে কেন্দ্র করে ঘুরছে এই গ্রহ। একটি তারাটি সূর্যের থেকে প্রায় দশ শতাংশ বড় এবং অপরটি সূর্যের এক তৃতীয়াংশ। এই তারাটির ঔজ্জ্বল্যও সূর্যের থেকে কম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

1485 kepler all planets may20161280

নতুন গ্রহটির নাম রাখা হয়েছে, ‘TOI 1338B’। পৃথিবীর থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নতুন গ্রহ। এই প্রথমবার নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রোগ্রামে এমন একটি গ্রহের সন্ধান পাওয়া গেল। উল্ফ গ্রহটি আবিষ্কার করার পর নাসার তরফে একটি গ্রাফিক্স চিত্রও প্রকাশ করা হয়।

শুধু তাই নয়, উল্ফের প্রতিভাকে সম্মান দিতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তাকে গবেষক ভেসেলিন কোস্তভের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে, গবেষক জানিয়েছেন, এর আগে কখনও এত কম বয়সের কেউ তাঁর সঙ্গে কাজ করেননি। উল্ফের এই আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত। এর ফলে এই প্রোগ্রামে আরও কিছু নতুন গ্রহ আবিষ্কার হবে বলে আশাবাদী তিনি। তবে এখনও এই গ্রহের ওপর গবেষনা করা বাকি রয়েছে বিজ্ঞানীদের। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাঁরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর