ট্রাকের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন শাবানা আজমি!

 

বাংলা হান্ট ডেস্কঃ  হঠাৎ এমন খবর শুনে চমকে উঠবেন হয়তো তার ফ্যানেরা। কিন্তু দুশ্চিন্তা করলেও ঠিক ততটা ভেঙে পড়বেন না। কারণ পুরো খবরটা জানুন। এবং তারপরে তার জন্য প্রার্থনা করুন । এমনটাই হয়তো করবে তার ফ্যানেরা।

ট্রাক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অভিনেত্রী শাবানা আজমি৷ বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন জাভেদ আখতার৷ আজ বিকালে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে খালাপুর টোল বুথের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তাঁরা৷ একটি ট্রাক তাঁদের এসইউভি গাড়িতে সরাসরি ধাক্কা মারে৷ আর এর পরেই ঘটে বিপত্তি।

Azmi

দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে শাবানা৷ তড়িঘড়ি তাঁকে নভি মমুম্বইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্ক উদ্বেগজনক বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷ এখনো পূর্ণাঙ্গ খবর এসে পৌঁছায়নি তবে তিনি যে ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন তা বলছেন অনেকেই।

Udayan Biswas

সম্পর্কিত খবর