সাধারনতন্ত্র দিবসে ব্যাপক ছাড় আমাজন ফ্লিপকার্টের

বাংলাহান্ট ডেস্কঃ  কয়েকদিনের মধ্যেই দেশের প্রজাতন্ত্র দিবস। দেশ বাসীর জন্য গর্বের দিন। আর এই গর্বের দিনকেই স্মরনীয় করে রাখতে প্রতিবছরের মত এবছরও আমাজন নিয়ে এসেছে Amazon Great Indian Sale 2020। Amazon Prime-এর সদস্যদের জন্য  এক দিন আগে , ১৮ জানুয়ারি দুপুর ১২টা থেকেই শুরু হয়ে গিয়েছে সস্তার সেল। আজ  রবিবার মধ্যরাত থেকে সব Amazon গ্রাহকই এই সেলে অংশ নিতে পারবেন। একই সাথে আজ থেকেই থেকে শুরু হল Flipkart Republic Day Sale 2020।২২ জানুয়ারি পর্যন্ত সস্তার সেল চলবে Flipkart-এও।

এই কয়েকদিনের সেলে অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি সস্তা হচ্ছে ইলেক্ট্রনিক্স জিনিস পত্রও। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, টিভি ও আরও অসংখ্য ইলেকট্রনিক প্রোডাক্ট হতে চলেছে অনেকটাই সস্তা। Redmi, Samsung, Google, Asus, Vivo এর মতো দামি কোম্পানি গুলির ফোনেও থাকছে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়।

download 1 1

ক্যাশে তেও যেমন ছাড় পাবেন তেমনি ICICI য়ের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷ otak Mahindra ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলেও পাবেন এই ছাড়।

আমাজন জানাচ্ছে অন্যান্য পন্যের পাশাপাশি samsung galaxy m30, vivo u20 এর মত মোবাইল গুলিতে থাকবে বিশাল ছাড়। redmi note 8 pro, oneplus 7t এর মত প্রিমিয়াম ফোনেও থাকবে ছাড়। apple iphone xr ও পাওয়া যাবে অনেক কম দামে। বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের উপরেও থাকবে আকর্ষণীয় হারে ছাড়। ছাড় থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে জামাকপড়েও। তাই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল-এর এই অফার পেতে গ্রাহকরা অ্যামাজন প্রাইম গ্রাহকরা ইতিমধ্যেই হুড়োহুড়ি লাগিয়েছেন গ্রাহকরা। সুবিধা পেতে আর দেরি নয় এক্ষুনি প্রস্তুতি নিয়ে নিন।

 

সম্পর্কিত খবর