ব্রেকফাস্টে অথবা টিফিনে তৈরি করুন রেস্তরাঁর মত চিকেন চিজ বার্গার

 

বাংলা হান্ট ডেস্ক

উপকরণ

মুরগির মাংস কিমা- ১০০ গ্রাম
বার্গারের বান- ৪টি
পাউরুটি- ১ কাপ (ছোট টুকরা করা)
রসুন কুচি- ১/২ টেবিল চামচ
টমেটো- ২টি
পেঁয়াজ- ২টি
ধনে পাতা- আধা চা চামচ
গোলমরিচ- সামান্য
মেয়োনিজ- ২ টেবিল চামচ
মাখন- ২ টেবিল চামচ
সস- ১ কাপ
চীজ স্লাইস- ৪টি
লেটুস পাতা- কয়েকটি
তেল ও লবণ- প্রয়োজন মতো

IMG 20200120 094212

প্রস্তুত প্রণালী

একটি পাত্রে মাংসের কিমা ও পাউরুটির টুকরা ভালো করে মেশান। রসুন কুচি, পেঁয়াজ, গোলমরিচ, ধনে পাতা ও লবণ দিন মিশ্রণে।

বার্গারের প্যাটি তৈরির জন্য সমান চার ভাগে ভাগ করুন। প্যানে তেল দিয়ে বাদামি করে ভাজুন প্যাটি।

মেয়োনেজ এবং সস একসঙ্গে মিশিয়ে রাখুন।

প্যানে মাখন দিন। বান দুই টুকরা করে মাখনে ভাজুন। বানের নিচের টুকরা নিয়ে মেয়োনেজ এবং সসের মিশ্রণ লাগান।

টমেটো ও পেঁয়াজের স্লাইস, চীজের টুকরো ও প্যাটি রেখে ওপরে লেটুস পাতা দিন।

বাকি অংশের বান দিয়ে আটকে সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন চিজ বার্গার।

Udayan Biswas

সম্পর্কিত খবর