বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার জল্পনা শোভনের!

বাংলা হান্ট ডেস্কঃ শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে চাপানউতোড় চলছে গোটা রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, শোভনের ‘ঘরওয়াপসি’ এখন শুধু নাকি সময়ের অপেক্ষা!

কিছুদিন আগে শোভন চট্টোপাধ্যায় এবং তার ছায়াসঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকে শোভনের তৃণমূলের ফেরার সম্ভবনা তৈরি হয়ে যায়। মঙ্গলবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পার্থর দ্বারস্থ হওয়াকে কেন্দ্র করে জল আরও ঘোলা হতে শুরু করেছে অর্থাত্ চিত্রনাট্যের বিষয় আসলে স্পষ্ট হতে চলেছে মানুষের কাছে।

sovan partha 759

তবে বৈঠকের পর কোনও নিশ্চয়তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু মুখ খোলেননি। তিনি বলেন, ‘শোভন কবে দলে ফিরবেন, শোভনই জানেন।’ অর্থাত্ যবেই হোক শোভন ফিরছেনই দলে এমন ইঙ্গিত ছিল তৃণমূলের মহাসচিবের গলায়।

প্রসঙ্গত, পদ্ম শিবিরে যোগদান পর থেকে অস্বস্তি রয়েছেন শোভন-বৈশাখী। বিজেপির কোনও বড় সভা কিংবা মিছিলে তাঁদেরকে দেখা যায়নি। দলে যোগ দিয়েও একরকম আড়ালেই ছিলেন কপোত-কপোতী।  তার ফলে বিজেপি-র সঙ্গে দূরত্ব ক্রমশ বেড়ে ই গিয়েছে তাঁদের।  এবং শুধু তাই নয়, গেরুয়া শিবিরও তাঁদেরকে এড়িয়ে চলছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা নিয়েও শান্তিতে নেই শোভন। সব মিলিয়ে বৈশাখীর সঙ্গ থাকলেও একরকম দোটানা এবং অশান্তিতেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র।

sovan baisakhi2

তাই এখন যা পরিস্থিতি শোভনের, তাতে তৃণমূলে ফিরে আসাটাই বুদ্ধিমানের হবে বলে হয়তো মনে করছেন তিনি। আর তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও সে রাস্তা প্রশস্ত করতে পার্থর সঙ্গে বৈঠক আর দফায় দফায় পরিকল্পনা করছেন।

 

 

সম্পর্কিত খবর