বাংলাদেশ সিরিজের তিনদিন আগে পাকিস্তানে গ্রেফতার তিন জঙ্গি

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশ সিরিজ শুরু হতে বাকি আর মাত্র তিনদিন। ২৪ তারিখ থেকেই শুরু হয়ে যাবে সিরিজ। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলও পৌঁছে যাবে পাকিস্তানে। তার মধ্যেই মঙ্গলবার লাহোর থেকে গ্রেফতার করা হল তিন জঙ্গিকে।

বাংলাদেশ সফর ঘিরে কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে লাহোরকে। সিরিজ যেখানে খেলা হবে অর্থাৎ গদ্দাফি স্টেডিয়ামের চারপাশে ১০০০০ পুলিস মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলদারিও চলছে। এরই মধ্যে সেখান থেকে পুলিশের জালে ধরা দিয়েছে তিন জঙ্গি। পাকিস্তানের ক্রাইম টেররিজম ডিপার্টমেন্ট অর্থাৎ সিটিডি আটক করেছে এই তিন জঙ্গিকে। জানা গিয়েছে, এই তিনজনের নাম ইমরান, মোহাম্মদ আবিদ সোহাইল ও মোহাম্মদ রাজা। মঙ্গলবার অস্ত্রশস্ত্র সহ হারুনাবাদ বাইপাস থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

838755 757376 pakistani security forces pti

পাকিস্তানের ক্রাইম টেররিজম ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, এই জঙ্গীদের খবর আগে থেকেই ছিল তাঁদের কাছে। এদিন অভিযান চালাতেই হাতেনাতে ধরা পড়ে তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি বিষ্ফোরক পদার্থ, সেফটি ফিউজ, দুই বাক্স বল বেয়ারিং, একটি ইলেকট্রিক ব্যাটারি, সুইস ও গুলি। ইতিমধ্যেই ঘটনা নিয়ে মামলা দায়ের করেছে সিটিডি। পাশাপাশি আরও গভীরে অনুসন্ধানও চালাচ্ছে তাঁরা।

প্রসঙ্গত, আগামী ২৪ জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে সিরিজ। প্রথম দফায় লাহোরে পাকিস্তানের বিপরীতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় দফায় এপ্রিলে ওয়ান ডে ও সিরিজের বাকি অংশ খেলা হবে। গোটা সিরিজেই রাষ্ট্রপতি নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর