মধ্যবিত্তদের জন্য সুখবর : আবার কমলো সোনার দাম, জেনেনিন আজ কত হলো দাম

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।

ভারতের বাজারে আবার নিম্নমুখী সোনা ও রুপা। গতকালের তুলনায় দাম কমে আজ সোনার দাম দাঁড়ালো প্রতি ১০ গ্রাম ৩৯,৭৮০ টাকা। শতাংশের হিসাবে এই দামের পতন হয়েছে দশমিক তিন শতাংশ (০.৩%)। প্রায় একই হারে দাম কমেছে রূপারও। ০.৩৪ শতাংশ কমে আজ রূপার দাম হয়েছে ৪৫,৯৮৭ প্রতি কেজি।

Gold Ornaments 3

আন্তর্জাতিক বাজারেও কমেছে সোনার দাম। শতাংশের হিসাবে যা দশমিক চার শতাংশ। বিশ্ববাজারে সোনার বর্তমান দাম $১৫৫১.০৩ প্রতি আউন্স। রূপোর দাম কমেছে দশমিক দুই শতাংশ ( $ ১৭.৭১ প্রতি আউন্সে)। আজ ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম ৩,৯২২ টাকা।  প্রতি গ্রাম ২৪ ক্যারট সোনার  দাম ৪,০৬২ টাকা।

জানা যাচ্ছে, চিনের করোনাভাইরাস এর প্রভাবে বিনিয়োগকারীরা এইরূপ সোনার দাম কমিয়ে বিশ্বব্যাপি বাজারে অর্থনৈতিক বিকাশে প্রভাব ফেলছেন। চিন এই সপ্তাহ থেকে সোনা ক্রয় করার মাধ্যমে নতুন বছর উদযাপন করবে। আবান্স গ্রুপ অফ কম্পানিস এর চেয়ারম্যান অভিষেক বানসাল বলেছেন “ ডেভিড ফোরাম এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এর সাক্ষাৎ এর পর সোনার দামের দিকনির্দেশ হতে পারে। লুন ইয়ার এর কারণে চিন এবং সিঙ্গাপুরে সোনার চাহিদাও বারবে।“

 

সম্পর্কিত খবর