নাগরিকপঞ্জি আইনের ভয়ে ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে অবৈধ বাংলাদেশিরা,পরিসংখ্যান বলছে এমনটাই!

 

বাংলা হান্ট ডেস্কঃ  বুধবারই সিএএ বিরোধী ১৪৪টি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। যেখানে শীর্ষ আদালত এই আইনের ওপর স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। কিন্তু তাতে বিক্ষোভ ও প্রতিবাদ কোনও অংশে কম হয়নি বলে দাবি থারুরের। যদিও শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন শশী থারুর।

নাগরিকপঞ্জি আইন হবার পর থেকে ভারতের অন্দরে যেমন বিরোধীরা তাদের দৈনন্দিন রুটিনে সংবিধান মেনে পাস হওয়া আইন এর বিরুদ্ধে বিরোধীতাকে একটা কাজ বানিয়ে নিয়েছে। তেমনি ততোই প্রভাব পড়ছে পরিসংখ্যানের খাতায়। একবার জেনে নেওয়া যাক সেই পরিসংখ্যানের খতিয়ান। সূত্র জানিয়েছে, ২০১৮ সালে বাংলাদেশে যাওয়ার জন্য গ্রেপ্তার হওয়া ২৯৭১ জন লোকের মধ্যে ১৫৩২ জন পুরুষ, ৭৪৯ জন মহিলা এবং ৬৯০ শিশু। অন্যদিকে, রিপোর্ট অনুসারে, বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষের সংখ্যাতে কিছুটা হ্রাস পেয়েছে। 2017 সালে, এই সংখ্যা 1180 ছিল, যখন 2018 সালে এই সংখ্যা 1118 এ পৌঁছেছে।

image12

এটি পরিষ্কার যে 2018 সালে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যারা ফিরে আসছেন তাদের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) এর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে বাংলাদেশে যাওয়ার পথে অবৈধ লোকের সংখ্যা ৫০% বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে, সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য ২৯৭১ জনকে গ্রেপ্তার করেছিল, যখন ২০১৭ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৮০০ জন।

Udayan Biswas

সম্পর্কিত খবর