ঘাম মুছতে গিয়ে ত্বকে এসেছে জেল্লা এমনটাই বললেন নরেন্দ্র মোদী

নিজেকে বেশ পরিপাটি করে রাখতে পছন্দ করেন সেই নিয়ে কারও মনে কনো সন্দেহ নেই একথা ঠিক । নিজেকে বেশ সাজিয়ে গুছিয়ে বরাবর ভারতীয় পোশাকে বারবার ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এইবার তার মুখের যেল্লা নিয়ে রহস্য বার করলেন নিজেরই মুখে। প্রজাতন্ত্র দিবসের আগে প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত ৪৯ জনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শিল্পকলা ও সংস্কৃতি, উদ্ভাবন, শিক্ষা, সামাজিক কাজ, খেলা ও সাহসিকতার মতো বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার। সেখানেই তিনি তার এই মুখের জেল্লা নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন তিনি প্রচুর ঘামান। তিনি কঠোর পরিশ্রম করেন , আর তার ফলস্বরুপ ঘামতে থাকেন। আর বারবার ঘামার ফলে তিনি নিজের মুখ মুছতে থাকেন।

NA 1

 

 

 

তাতে তার মুখ চকচক করে। আর এইভাবে তার মুকের যেল্লা বজায় থাকে। বারবার মুখ মোছার ফলে মুখের ম্যেসেজ হয়। জম্মু-কাশ্মীর, মনিপুর, অরুণাচলপ্রদেশ-সহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে ৪৯ জন শিশুকে পুরস্কৃত করা হয়েছে। এইদিন এই সমস্ত শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি এই নিয়ে অনেক কথা বলেন। তিনি জানান আজ থেকে বেশ কয়েক বছর আগে তার ত্বকের জেল্লার ব্যাপারে একজন তাকে প্রশ্ন করেছিলো । তখন তিনি জানান যে তার ত্বকে ঘাম হয়, আর এই ঘাম অনেকটা মুখ চকচকে করে তোলে।

এমনকি এইসব শিশুদের উদ্যেশ্যে তিনি বলেন প্রত্যেক শিশুর দিনে চারবার করে ঘামা উচিত।  তার কথায় কঠোর পরিশ্রম করা উচিত সবসময় আর থেকেই সাফল্য আসা অবিশ্যম্ভাবি। এইদিন তিনি শিশুদের অনুপ্রেরনা দিতে গিয়ে বলেন , পুরস্কার ও সম্মান পেয়েছে অনেকের অহঙ্কার বেড়ে যায়। তারা নিজেরা আর তখন কাজ করতে চায়না।   আবার অন্যদিকে অনেকে পুরস্কার পেয়ে উত্সাহ পান। আরও ভালো কাজ করতে ঝাঁপিয়ে পড়েন। এইভাবে নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যাস্ত রাখা দরকার।

সম্পর্কিত খবর