দেশবিরোধীদের আড্ডা হয়ে উঠেছে শাহিনবাগ! এবার করা হবে সার্জিক্যাল স্ট্রাইকঃ বিজেপি নেতা তেজিন্দর বজ্ঞা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টি (BJP) এর হরিনগর বিধানসভা থেকে প্রার্থী তেজিন্দর পাল সিং বজ্ঞা (Tajinder Pal Singh Bagga) শাহিনবাগ (Shaheen Bagh) প্রদর্শনকারীদের উপর আক্রমণ করেন। উনি বলেন, শাহিনবাগ দেশদ্রোহীদের আড্ডা হয়ে গেছে। দিল্লী নির্বাচনের ফলাফল আসার পর সবার আগে এই আড্ডায় সার্জিক্যাল স্ট্রাইক হবে।

Tajinder Bagga

তেজিন্দর পাল সিং বজ্ঞা ট্যুইট করে লেখেন, ‘শাহিনবাগ সমর্থক দ্বারা কাল দিল্লীর জন্তর মন্তরে বলে ভারতীয় সেনা নিজের দেশের মানুষদেরই মারছে। ভারতীয় সেনার তুলনা পাকিস্তানের সেনার সাথে করছে তাঁরা। শাহিনবাগ দেশবিরোধীদের আড্ডা হয়ে উঠেছে। ১১ তারিখ ফলাফল ঘোষণা হলেই এই আড্ডায় সার্জিক্যাল স্ট্রাইক হবে।”

কিছুদিন আগেই তেজিন্দর পাল সিং বজ্ঞাকে নির্বাচন কমিশন নোটিশ জারি করে। হরিনগর বিধানসভা এলাকার রিটার্নিং অফিসার তেজিন্দর সিং বজ্ঞাকে ক্যাম্পেনের ভিডিও নিয়ে নোটিশ জারি করে জবাব চেয়েছে। উল্লেখ্য, বজ্ঞা সোশ্যাল মিডিয়ায় ‘ বজ্ঞা, বজ্ঞা হর জায়গা” একটি র‍্যাপ ভিডিও শেয়ার করেছিলেন। শোনা যাচ্ছে যে, ওই ভিডিওর জন্য বজ্ঞার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল।

বজ্ঞা সেটা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, আমি নির্বাচন কমিশনের সন্মান করি। আমার আইনজীবী এই নোটিশের জবাব দেবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর