আজ লীগ শীর্ষে থাকা মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই।

আজ লিগ শীর্ষে থাকা মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। আজ কোয়েম্বাটুরে আওয়ে ম্যাচে ড্যানিয়েল সাইরাসকে ছাড়াই নামতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। থাই মাসে চোটের কারণে এই ম্যাচের চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না ডেনিয়েল সাইরাস। এরফলে আজকে উইনিং কম্বিনেশন ভেঙ্গেই দল সাজাতে চলেছে কিবু ভিকুনা।

এর ফলে এই মুহূর্তে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনার হাতে দুটি অপশন রয়েছে। ক্যারিবিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসের অনুপস্থিতিতে আজ মোরান্তের সঙ্গে ডিফেন্সে খেলানো হতে পারে ফ্রান গঞ্জালেস কে। আবার মোরান্তের সঙ্গে গুরজিন্দরকে খেলিয়ে ভিকুনা মাঝমাঠে ব্যবহার করতে পারেন ফ্রান গঞ্জালেসকে। কাতসুমিদের বিরুদ্ধে আক্রমনে ঝাঁঝ বাড়াতে এইদিন কোমরন তুরসুনভকে কে শুরু থেকেই খেলানোর চিন্তাভাবনা রয়েছে কোচ কিবু ভিকুনার মাথায়।

198824354b8fda8b7893c67fd7adb1c49cd8c59b0

মিনার্ভা পাঞ্জাব দশ ম্যাচ থেকে সতেরো পয়েন্ট তুলে নিয়ে মোহনবাগানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর তাই চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ জিতে মিনার্ভার সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইছেন কিবু ভিকুনার মোহনবাগান।

Udayan Biswas

সম্পর্কিত খবর