NDA এর বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বললেন, সিএএ নিয়ে আমারা ভুল নয়, আমরা অ্যাগ্রেসিভ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় লোকতান্ত্রিক জোট (NDA) এর বৈঠকে নাগরিকতা সংশোধন আইন (CAA) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, কেন্দ্র সিএএ নিয়ে কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সিএএ নিয়ে আমরা কিছু ভুল করিনি। আমরা ফ্রন্টফুটেই আছি।

উনি সমস্ত সহযোগী দল গুলোকে সিএএ নিয়ে অ্যাগ্রেসিভ মনোভাব বজায় রাখতে। উনি বলেন, সিএএ এর কারণে কোন নাগরিকের নাগরিকতা কেড়ে নেওয়া হবেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নাগরিকতা সংশোধন আইনের বিরুদ্ধে অনেকেই উস্কানি দিচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই দেশ যতটা অন্যদের ততটাই মুসলিমদের। মুসলিমদের এই দেশে ততটাই অধিকার আছে যতটা বাকিদের আছে।

সম্পর্কিত খবর

X