বাজেট ২০২০ঃ এক নজরে দেখে নিন কোন কোন জিনিসের দামে কি কি পরিবর্তন হতে চলেছে

বাংলাহান্ট ডেস্কঃ সবচেয়ে লম্বা বাজেট পেশ করে ইতিমধ্যে নজর কেড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সারা দেশের নজর রয়েছে এই বাজেটের দিকে। আগামী এক বছর দেশের অর্থনীতি কোন দিকে যেতে পারে তারই একটা ধারনা পাওয়া যায় এই বাজেটে। বাজেট এখনো পর্যন্ত পুরোপুরি বিশ্লেষন না হলেও । কিছু জিনিসের দাম বাড়ছে বলেই জানা যাচ্ছে। আবার কমতে চলেছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। জেনে নিন কি হতে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ক্ষেত্রে

images 26 1

গত কয়েক বছরের ধারা বজায় রেখে আরো দামি হতে চলেছে সিগারেট ও তামাক জাতীয় পন্য।

বিদেশ থেকে আমদানি করা শৌখিন জিনিস পত্রের অনেক গুলির দাম বাড়তে চলেছে। এর মধ্যে রয়েছে দামি জুতো ও আসবাব ও। বেড়ে যাবে স্বাস্থ্য ক্ষেত্রে বিদেশ থেকে আনানো বেশ কিছু সরঞ্জামের দাম ও। দেওয়াল ফ্যানের কাস্টমস ডিউটি ৭.৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। রান্নার সরঞ্জাম, চিনা সিরামিক, স্টিল, কপারের কাস্টমস ডিউটি দ্বিগুণ করে ২০ শতাংশ করা হয়েছে।

images 24 1

খবরের কাগজের দাম তুলনামূলক ভাবে কম থাকছে। ৫ শতাংশ কাস্টমস ডিউটি কম করা হয়েছে নিউজ প্রিন্টের ওপর। নিউজ প্রিন্ট কাগজেই খবর ছাপানো হয়।

একই সাথে কাস্টমস ডিউটি পুরোপুরি মকুব করাও হয়েছে বেশ কয়েকটি জিনিসের ক্ষেত্রে , কাঁচা চিনি, অ্যাগ্রো অ্যানিম্যাল বেসড প্রোডাক্ট, স্কিমড মিল্ক, কিছু অ্যালকোহলিক বেভারেজেস, সয়া ফাইবার সয়া প্রোটিন এই তালিকায় রয়েছে।

images 27 1
বাড়ছে সাবান, শ্যাম্পুর মত প্রসাধনী সামগ্রির দামও।

 

সম্পর্কিত খবর