পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে জেএমবি জঙ্গি সালাউদ্দিন, দাবি NIA-র

বাংলা হান্ট ডেস্কঃ চাঞ্চল্যকর তথ্য উঠে এল এনআইএ-র তদন্তে । বাংলাদেশের জামাতুল-মুজাহিদিন বা জেএমবি জঙ্গি মহম্মদ সালাউদ্দিন ওরফে সালেহান পশ্চিমবঙ্গে আত্মগোপন করে রয়েছে , এমনটাই দাবি এনআইএ-র । জঙ্গি সালাউদ্দিন হোলি আর্টিসান ক্যাফে হামলায় জড়িত ।বাংলাদেশের একটি আদালতে লসালাউদ্দিন মৃত্যুদন্ডপ্রাপ্ত । কিন্তু বর্তমানে সে পলাতক । এনআইএ সূত্রে খবর, ওই জেএমবি জঙ্গি এই রাজ্যেই লুকিয়ে রয়েছে । খাগড়াগড় বিস্ফোরণেও একজন সন্দেহভাজন অভিযুক্ত বলা ধরা হয় একে ।

NIA official

এনআইএ সূত্রে আরও খবর, সালাউদ্দিন এ দেশের অন্যান্য রাজ্যে তামিলনাড়ু, কর্নাটক, কেরলেওগা ঢাকা দিয়েছিল । খাগড়াগড় বিস্ফোরণে মূল সন্দেহভাজন জঙ্গিকে জেহিদুল ইসলামকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে  দক্ষিণ ভারতের দিকে সালাউদ্দিনের কার্যক্রম সম্পর্কে জানা যায় ।

এনআরএ-র দাবি বর্তমানে ওই জেএমবি জঙ্গি ভারত-বাংলাদেশ সীমান্তের কোনও জেলায় লুকিয়ে রয়েছে । সন্দেহের তালিকায় রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহারের কোথাও লুকিয়ে থাকার প্রবল সম্ভবনা রয়েছে ।

এনআইএ-র তরফে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে সালাউদ্দিনকে পাকড়াওয়ের উদ্দেশে । জানা গিয়েছে, গত সপ্তাহে কোচবিহারের চ্যাংড়াবান্ধা গ্রামে ওই সন্দেহভাজন ব্যক্তির সন্ধান মেলেনি, কিন্তি তার এক সঙ্গীকে উদ্ধার করা গিয়েছিল । সন্দেহভাজন জেএমবি জঙ্গির খোঁদে গোটা বাংলা জুড়ে তল্লাশি অভিযআন চালানো হচ্ছে । বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় সালাউদ্দিনের লুকিয়ে থাকার সম্ভবনা প্রবল বলে মনে করছে গোয়েন্দা সংস্থা এনআইএ ।

 

 

 

 

সম্পর্কিত খবর