ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩, আতঙ্ক বাড়ছে দেশে

বাংলা হান্ট ডেস্কঃ  ভারতে তৃতীয় এক ব্যক্তির দেহে মিলল করোনা ভাইরাস। ফের কেরলেই একজনের দেহে মিলেছে এই ভাইরাস।  কেরলের কসারাগদে কংসারগদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রবিবারও করোনা ভাইরাস মিলেছিল একজনের দেহে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন নির্দেশ করেন, ওই ব্যক্তিকে পুরোপুরি আলাদা ওয়ার্ডে যেন রাখা হয় এবং বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় । জানা গিয়েছে চিনে ঘুরতে গিয়েছিল ওই ব্যক্তি সেখান থেকে ফিরেই ওই ভাইরাসে আক্রান্ত হয়েছে সে । এর আগে গত বৃহস্পতিবার কেরলেই এক পড়ুয়ার দেহে মিলেছিল করনো ভাইরাস । জানা গেছে, চিনের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সে, কেরলের বাসিন্দা, তার শরীরে নোভেল করোনাভাইরাস পাওয়া গিয়েছে । তাকে আলাদাভাবে রাখা হয়েছে এবং বিশেষভাবে পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে ।

corona virus 3

ভারতে কেরলেই ধরা পড়াল তিনজনের দেহে করোনা ভাইরাস। এক এক করে বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা । করোনা ভাইরাসের প্রকোপে উদ্বিগ্ন ভারত । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন,  করোন ভাইরাস রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে ।

প্রসঙ্গত, করোনার আঁতুরঘর থেকে বাঁচাতে রবিবার ভোর ৩.১০ নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরত আনা হয় ৩৩০ জনকে । সকাল ৯.৪৫ নাগাদ রবিবার ইন্দিরা গান্ধী বিমান বন্দরে পৌঁছয় বিমানটি। বিদেশমন্ত্রকের ট্যুইটে এই তথ্য জানা গিয়েছে ।এমনকি মালদ্বীপের নাগরিকদেরও করোনা ভাইরাস থেকে বাঁচাতে উদ্ধার করা হয়েছে । তার জন্য সে দেশের তরফে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে । সে দেশের বিদেশমন্ত্রী আবদুল্লা শাহি জানিয়েছেন ৭ জন মালদ্বীপের নাগরিককে উদ্ধার করেছে ভারত সরকার ।

গত শনিবার উহান থেকে ৩২৪ জন ভারতীয়কে বোয়িং ৭৪৭ বিমানে দেশে ফেরানো হয়েছিল ।  সেদিন জ্বর থাকার কারণে অবশ্য ৬ ভারতীয়কে উঠতে দেওয়া হয়নি । এবারও একই কারণে ৪ ভারতীয়কে চিনের তরফে আটকে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০।

 


সম্পর্কিত খবর