পোস্টপেড প্লানে জোর টক্কর এয়ারটেল ভোডাফোনের, চালু হল নতুন ফ্যামিলি প্লান

বাংলাহান্ট ডেস্কঃ দেশের বাজারে প্রিপেড প্লানে জিও এর সাথে টেক্কা দিয়ে পারছে না অন্যান্য টেলিকম সংস্থাগুলি। সূচনালগ্ন থেকেই নিত্য নতুন অফারে গ্রাহকদের মন জয় করে নিয়েছে জিও। প্রিপেডে এগিয়ে থাকলেও জিওকে পোস্টপেড প্ল্যানে ভোডাফোন এয়ারটেল প্রতিযোগিতা থেকে প্রায় বার করেই দিয়েছে।

এই ক্ষেত্রে মূল প্রতিযোগিতা  ভোডাফোন ও এয়ারটেল এর। এয়ারটেল যখনই নতুন কোনো আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসে, ভোডাফোন তার পরে পরেই সেই প্ল্যান নিয়ে আসে। । দুটি কোম্পানিই তাদের গ্রাহকদের জন্য ফ্যামিলি প্যাক নিয়ে এসেছে। যেখানে একটি রিচার্জ প্ল্যান বাড়ির সমস্ত সদস্য ব্যবহার করতে পারবে। ফলে খরচ অনেকটাই কম হবে। জেনে নিন এই প্লান গুলি সম্পর্কে

vodafone airtel reuters logo

ভোডাফোন ৭৪৯ টাকার পোস্টপেড প্ল্যান :

মোট ১২০ জিবি ডেটা পাওয়া যাবে।  সাথে ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভার। অর্থাত্‍ আপনি গত মাসের বেচেঁ যাওয়া ডেটা বর্তমান মাসে ২০০ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।  রোজ ১০০ এসএমএস পাওয়া যায়।ভোডাফোনের এই প্ল্যানে ভোডাফোন প্লে, অ্যামাজন প্রাইম এবং Zee5 এর মতো অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। পাওয়া যাবে ৩,০০০ টাকার মোবাইল ইন্স্যুরেন্সও। প্রাইমারি কাস্টমার ছাড়াও দুই জন অর্থাৎ মোট ৩ জন এই প্লান ব্যবহার করতে পারবে।

এয়ারটেল ৭৪৯ টাকার পোস্টপেড প্ল্যান :

ভোডাফোনের মতই এই প্লানেও পাওয়া যাবে মোট ১২০ জিবি ডেটা । রয়েছে ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও।ভোডাফোনের মতই  নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল বেনিফিট ও রোজ ১০০ এসএমএস। অ্যামাজন প্রাইম, ZEE5 এবং এয়ারটেল Xstream অ্যাপের সাবস্ক্রিপশন ও মোবাইল প্রটেকশনও পাওয়া যাবে। ভোডাফোনের মত এখানেও একটি প্রাইমারি কানেকশন ছাড়াও, দুটি অ্যাড অন কানেকশনের সুবিধা রয়েছে অর্থাৎ মোট ৩ জন এই প্লান ব্যবহার করতে পারবে।


সম্পর্কিত খবর