ভারতের বিরুদ্ধে সরাসরি জেহাদের ডাক দিল পাকিস্তানের সাংসদরা। সোমবার পাকিস্তানের সংসদে এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায় তারা। শুধু তাই নয়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে কাশ্মীর দখল করার হুমকিও দিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অনুরোধ করা হয়।
এই দলের নেতা মৌলানা আবদুল আকবর ছিত্রালি তো আবার একধাপ এগিয়ে ১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আরজি জানিয়েছে। আর তার এই আবেদনকে সমর্থন জানিয়েছে পাকিস্তানের অধিকাংশ সাংসদ।এমনিতেই এনআরসি , সিএএ , এনপিআর, সিএবি নিয়ে ভারতের পরিস্থিতি বেশ গরম। তারমধ্যে বিজেপির একাংশ একবার বলছেন এনআরসি হবে আকবার বলছেন এনারসি হবেনা।
তারমধ্যে সব জল্পনার অবসান করে বিরোধিরা জানিয়েছে তারা কিছুতেই এই দেশে এনআরসি হতে দেবেন না। এনআরসি নিয়ে বিভিন্ন ভাষায় তারা প্রতিবাদ জানিয়েছে। তারা লিখিত, গান, কবিতা, অঙ্কন সব মাধ্যমে লিখিত উপায়ে তারা প্রতিবাদ জানিয়েছে। তাছাড়া সেলিব্রিটিরাও এই প্রতিবাদে সাড়া দিয়েছে। সেইনিয়ে দেশের মানুষ একটূও স্বস্তিতে আছে। ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার মাত্রই সজাগ হয়ে উঠবে আন্তর্জাতিক সংগঠনগুলি এরকমই জানিয়েছেন মৌলানা । তারপরই কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে দু দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হবে।
পাকিস্তানের ওই মৌলবাদী নেতার সমর্থনে সরব হয়ে বিষয়টিকে সমর্থন জানায় পাকিস্তানের বেশিরভাগ সাংসদ। এর ফলে কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন ও এই উপমহাদেশকে ভাগ করার সম্পূর্ণ প্রক্রিয়াটিও বাস্তবরূপ পাবে। তবে এই ব্যাপার নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েচে গোটা এশিয়াতেই। সব মিলিয়ে এখন বেশ চিন্তায় আছে ভারত এবং ভারতের সাধারন মানুষ । কিন্তু দেশের এই পরিস্থিতিতে আবার নতুন করে পাকিস্তানের এই হুমকি আরও উদ্বেগ বাড়িয়েছে ভারতের।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…