ঘুষ কান্ডেআম আদমি পার্টির সেকেন্ড–ইন–কমান্ডের ওএসডিকে গ্রেফতার সিবিআইয়ের

ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির সেকেন্ড–ইন–কমান্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে (ওএসডি) গ্রেপ্তার করল সিবিআই।  ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আর মাত্র কয়েক দিন পরেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল।

আবার অন্যদিকে আপদলের কর্মীরা জানিয়েছেন , বিধানসভা নির্বাচনের আগে এরকম কাজ কেন্দ্রীয় সরকারের কোনো চক্রান্ত হবে।তবে এই ঘটনায় উপমুখ্যমন্ত্রী ধৃত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি করেছেন। তিনি আজ সকালে  টুইট করে জানিয়েছেন , “আমি জানতে পেরেছি সিবিআই একজন জিএসটি ইনস্পেক্টরকে গ্রেপ্তার করেছে ঘুষ নেওয়ার অভিযোগে। এই আধিকারিক আমার দপ্তরে ওএসডি হিসাবে নিযুক্ত ছিলেন।

 

AM 0

 

 

 

 

তাঁর কঠোর শাস্তি দাবি করছি। গত পাঁচ বছরে এমন অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিককে আমি নিজে ধরিয়ে দিয়েছি” । সব মিলিয়ে আবার উত্তপ্ত রাজনীতির মহল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করেছেন, ‘‌কেজরিওয়াল ও শিসোদিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যে দল দুর্নীতি বন্ধ করতে জন্ম নিয়েছিল তা শেষ হবে দুর্নীতি দিয়েই।’‌  এখানেই শেষ নয় এই ব্যপার নিয়ে ইতিমধ্যেই নানা কতা শোনাতে শুরু করেছে বিজেপির একাধিক নেতা।

তার পাশাপাশি তারা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রীর অজান্তে তাঁর আধিকারিক ঘুষ নিচ্ছেন এরকম কি করে হতে পারে। একাধিক নিন্দাজনক মন্তব্য শুরু হয়েছে এই বিষয় নিয়ে। তার মধ্যে আপ দলের অনেকেই বিজেপিকে তোপ দিয়ে চলেছে। আর একদিন বাদে নির্বাচন, আর তার মধ্যে আবার টাকা নিয়ে এতো ঘটনা সেই নিয়ে শুরু হয়েছে টালমাটাল পরিস্থিতি। তার মাঝে একের পর এক এরকম ঘটনা হয়ে যাওয়ায় বেশ উত্তপ্ত রাজধানী। দেশের সাধারন মানুষ থেকে বিরোধি নেতারা কেউ এই ঘুষ নেওয়ার জিনিসটা ভালো চোখে দেখছে না।

সম্পর্কিত খবর