দেশের বিভিন্ন কতারাগার মিলিয়ে ভারতীয় বন্দির সংখ্যা ১৮১১ জন। তার পরেই সর্বাধিক ভারতীয় বন্দি আছেন সংযুক্ত আরব আমিরশাহিতে, ১৩৯২ জন। তবে বাহরিনের কারাগারে মোট কতজন ভারতীয় বন্দি আছেন, তার এখনও অব্দি কোনও সঠিক হিসেব নেই। যদি সব মিলিয়ে হিসেব করা হয় তবে এই সঙ্খ্যা আরো অনেক বেশি। বিদেশ দফতরের হিসেব বলে এই সংখ্যা ৮,১৮৯।
অর্থাৎ এই হিসেব অনুসারে বিদেশে বিভিন্ন কারাগারে মোট ৮,১৮৯ জন বন্দী আছেন । কিন্তু ২১৩৩ জন কে পাকিস্তান কারাগার থেকে ফিরিয়ে এনেছে ভারত। এর মধ্যে রয়েছে দেশের সাধারন মানুষ এবং অনেক ফিশার ম্যান।২০২০ এর জানুয়ারি মাসে ২০ জন ফিশার ম্যান কে ফেরত আনা হয়।
গত মাসের ৬ তারিখ ভারতের পক্ষ থেকে তাদের উদ্ধার করা সম্ভব হয়। এদিন বিদেশ মন্ত্রক থেকে জানানো হয় যে ২,১৩৩ জন ভারতীয় বন্দীকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। ভারত সরকার পাকিস্তানকে কনস্যুলার প্রবেশাধিকার প্রদান এবং তার হেফাজতে বাকী বন্দীদের মুক্তি দিতেও বলেছে। এর মধ্যে ১১০ জন ভারতীয় বেসামরিক বন্দী এবং জেলেদের অন্তর্ভুক্ত রয়েছে যাদের ভারতীয় জাতীয়তা নিশ্চিত হয়েছে । আর তাদের সাজাও ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে এসেছে।
তাদের স্বাস্থের অবস্থা এখন কেমন আছে সেই নিয়েও চিন্তিত ভারত সরকার। তাদের দ্রুত ফিরিয়ে আনার পাশাপাশি তাদের কে খেয়াল রাখা হচহে। তাদের দেশে ফিরিয়ে আনার পর দেশের মধ্যে রেখে তাদের চিকিতসা দেওয়া হচ্ছে। তাদের কনোরকম অসুবিধা যাতে না হয় সেই কথা মাথায় রেখেই ফিরিয়ে আনা হয়েছে। দেশের সরকার যে দেশের নাগরিকদের প্রতি এতোটা সচেতন সেই নিয়ে ইতিমধ্যে দেশের নাগরিকরা মতামত দিয়েছেন। পাশাপাশি সেই কথা মাথায় রেকেই দেশের আম জনগন এখন অনেকটাই সরকারের প্রতি আস্থা পেয়েছে। আর নাগরিক হিসেবে মুক্তি পেয়ে সেই মানুষগুলো তারাও মুক্তি পাওয়ার আনন্দ প্রকাশ করেছে।