সুসানকেই ফের বিয়ে করতে চলেছেন হৃতিক! জোর জল্পনা বিটাউনে

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে সবথেকে হিট জুটির মধ্যে অন্যতম ছিলেন হৃতিক রোশন ও সুসান খান। দীর্ঘদিন ধরে এই জুটি সংবাদ মাধ্যমের চর্চার কেন্দ্রে ছিল। এমনকি বিচ্ছেদের পরেও বহুদিন সংবাদ শিরোনামে ছিলেন তাঁরা। এর মাঝে বহুবার শোনা গিয়েছে ফের বন্ধনে জুড়তে চলেছেন হৃতিক ও সুসান। কিন্তু প্রতিবারই যাবতীয় জল্পনা কল্পনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তাঁরা।

সম্প্রতি ফের শোনা গিয়েছে, বিচ্ছেদ কাটিয়ে সুসানকেই ফের বিয়ে করতে চলেছেন হৃতিক। তাঁদের দুজনেরই ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একথা।

তিনি দাবি করেছেন, যাবতীয় মনোমালিন্য কাটিয়ে সুসানের সঙ্গেই ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা। আবারও দম্পতি হিসাবে সকলের সামনে দাঁড়াবেন তাঁরা। কিন্তু এখনও কিছুটা সময় চাই তাঁদের।

hrithikroshan sussannekhan

তিনি আরও জানান, একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন হৃতিক ও সুসান। আলোচনা করছেন সম্পর্কের ভুল ভ্রান্তি, সমস্যাগুলি নিয়ে। ফের একসঙ্গে হবার চেষ্টাই করছেন তাঁরা। তাঁদের দুজনকে কিছুটা সময় দেওয়ার জন্যও সকলকে অনুরোধ জানান ওই ব্যক্তি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত হৃতিক বা সুসান কেউই কোনও মন্তব্য করেননি। তাই বিষয়টা আদৌ সত্যি নাকি গুজব সেটা বোঝা সম্ভব নয়।

দীর্ঘদিন ধরেই প্রেম করেছেন হৃতিক ও সুসান। তারপর বিয়ে। কিন্তু ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের বিচ্ছেদের নেপথ্যে নানা সময়ে নানান জনের নাম উঠে এসেছে। কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই। কিন্তু বিচ্ছেদের পরেও এখনও বন্ধুত্ব রয়ে গিয়েছে তাঁদের মধ্যে। একে এপরের পারিবারিক অনু্ষ্ঠানে যোগদান করেন। হৃতিক ও সুসানের দুই ছেলেকেও দেখা যায় এই সব অনুষ্ঠানে।

 

Niranjana Nag

সম্পর্কিত খবর