বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ ৯ বছর সংসারের পর সন্দেহের বসে স্বামীর (husband) গায়ে গরম তেল ঢেলে দিল স্ত্রী (wife)। স্বামী মঞ্জুনাথের অবৈধ সর্ম্পক (extramarital affair) থাকার সন্দেহে স্ত্রীর এরূপ আচরণ। হাত, মুখ এবং কাঁধের বেশকিছুটা অংশ পুড়ে যায়। প্রতিবেশীদের সহযোগীতায় তাঁকে ব্যাঙ্গালুরু হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেপ্তার করা হয় স্ত্রী পদ্মাকে।
স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে জসবন্ত পুরের মোহন কুমার নগরে বাস করতেন বছর চল্লিশের মঞ্জুনাথ। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন মঞ্জুনাথ এবং পদ্মা ছিলেন গৃহবধু। স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে মনে করে পদ্মা। বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। তাঁদের এই ঘরোয়া অশান্তি ভয়ঙ্কর রূপ নেয় গত রবিবার সকালে।
এদিন সকাল ৭ টা নাগাদ হঠাৎ ঘুমন্ত মঞ্জুনাথের উপর গরম তেল ঢেলে দেয় স্ত্রী পদ্মা। হঠাৎ স্ত্রীর এইরূপ আচরণে চমকে যায় মঞ্জুনাথ। স্ত্রীর হাত থেকে কোন রকমে নিজে বাঁচিয়ে প্রতিবেশীদের সহাওতায় স্থানীয় হাসপাতালে ভর্তি হয় সে। ততক্ষণে তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। হাত, মুখ এবং পিঠের বেশ কিছুটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়। জশবন্তপুরের অ্যাসিসটেন্ট কমিশনার অফ পুলিশ জানায়, ” আমরা পদ্মাকে গ্রেপ্তার করেছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে মানসিক রোগগ্রস্ত বলে অনুমান করা হচ্ছে”।
এই ঘটনা প্রসঙ্গে আরও কয়েকটি ঘটনা উঠে আসে, দু বছর আগে মাদুরাইয়ের এক মহিলা তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁর গায়ে গরম তেল ঢেলে দেয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যাঙ্গালুরুতে বর্তমানে এই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। তাই পুল্লিশের তরফ থেকে এর জন্য এক বিশেষ বিভাগ খোলা হয়েছে, সেখানে সপ্তান্তে প্রায় ৪০ টি করে এই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার