অর্ধনগ্ন অবস্থায় হচ্ছিল ড্যান্স, হটাৎ হিড়হিড় করে পড়লো মুখ থুবড়ে! দেখুন ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের XTC ক্যাবারেতে রাত তখনও ‘জওয়ান’। সুন্দরীদের উদ্দাম নাচ দেখতে এই স্ট্রিপটিজ ক্লাবে তখন ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। একের পর এক পোশাক খুলতে খুলতে পোলের ওপর উঠে চলছে যুবতীদের নাচ। তাতে তাল মেলাচ্ছেন মত্ত জনতা।

এমন সময়ে হঠাৎ ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। একজন মহিলা পোলের অনেক উপরে উঠে নাচ করছিলেন। হঠাৎই তিনি ওই উচ্চতা থেকে হুড়মুড় করে পড়েন নীচে, স্টেজের ওপর।

আচমকাই ব্যালেন্স হারিয়ে যায় তাঁর, যার ফলে তিনি নীচে পড়েনও মুখ থুবড়ে। পরক্ষণেই অবশ্য গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান। প্রায় দোতলা বাড়ির সমান উচ্চতা থেকে পড়ে যান তিনি।

https://twitter.com/xvreae/status/1226576696738041856?s=09

স্ট্রিপ ক্লাবে উপস্থিত একজন পুরো ঘটনাটারই ভিডিও করছিলেন। তিনিই সেই ভিডিওটি শেয়ার করেন টুইটারে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। প্রায় ১০ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ঘটনা। সকলেরই একটাই প্রশ্ন ঠিক আছেন তো ওই মহিলা? কোনও গুরুতর চোট লাগেনি তো তাঁর?

https://www.instagram.com/tv/B8XZp2lluSF/?utm_source=ig_web_copy_link

এর উত্তরও পাওয়া গিয়েছে অবশ্য। যে মহিলা পড়ে গিয়েছিলেন তাঁর নাম জিনিয়া। তিনি নিজেই এই ঘটনার পর একটি ভিডিওবার্তায় জানান যে সুস্থ আছেন তিনি। তবে বেশ কয়েকটি সার্জারি হয়েছে তাঁর। ভেঙেছে পায়ের গোড়ালিও। সঙ্গে কেটেছে থুতনি। তবে আরও অনেক ক্ষতি হতে পারত তাঁর। তা হয়নি, বরং সুস্থ আছেন তিনি, বেঁচে আছেন। ভিডিও করতে করতে কৃতজ্ঞতায় তাঁর চোখ জলে ভরে ওঠে। যারা যারা জানতে চেয়েছেন তিনি সুস্থ আছেন কিনা তাদেরও ধন্যবাদ জানিয়েছেন জিয়ানা

সম্পর্কিত খবর

X