বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকারের দ্বিতীবার ক্ষমতাইয় আসার পর ১ ফেব্রুয়ারি প্রথম পূর্ণাংগ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্মার্ট প্রিপেড মিটার চালুর কথা ঘোষনা করেছেন। আরো জানিয়েছেন আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটী কোনায় পৌঁছে যাবে এই স্মার্ট মিটার।
জানা যাচ্ছে, সরকার সারা দিন বিদ্যুৎ পরিষবা প্রদানের জন্য নতুন যোজনা তৈরি করেছে। ডেডিকেটেড সংস্থা সেন্ট্রালাইজড ডেটা ম্যানেজমেন্টের কাজ করবে । পাশাপাশি বিদ্যুত্ সরবরাহে ঘাটতি ১৫ শতাংশ কম কমিয়ে আনার টার্গেট নিয়েছে সরকার। স্মার্ট মিটারে আপনি বাছতে পারবে নিজের পছন্দমত বিদ্যুৎ সরবরাহ সংস্থা। একই সাথে দেশের ধুকতে থাকা বিদ্যুত সরবরাহ কারী সংস্থা গুলি থেকে কম চুরি যাবে বিদ্যুৎ।
এখন বিদ্যুত্ ব্যবহার করার পর মাসিক বা ত্রৈমাসিক বিল আসে ব্যবহারকারীদের কাছে, কিন্তু এরপর আগে থেকে রিচের্জ না করলে পাওয়া যাবে না বিদ্যুৎ পরিষেবা। যদিও পাশাপাশি এই স্মার্ট মিটারে রয়েছে অন্যান্য বেশ কিছু সুবিধাও
- প্রায় বাস্তব সময়ে, আপনি কত পরিমাণ শক্তি ব্যবহার করছেন তা দেখতে পারবেন
- গত সময়ে ও মাসে কত শক্তি ব্যবহার করা হয়েছিল এবং এর জন্য কত খরচ হয়েছিল সে ব্যাপারও জানতে পারবেন
- আপনার বিদ্যুৎ ব্যবহার কতখানি সে ব্যাপারে ধারনা হবে
- আপনার কত ক্রেডিট অবশিষ্ট আছে
- আপনার জরুরি ক্রেডিটের উদ্বৃত্ত রাশির পরিমাণ কত
- আপনার বকেয়া দেনা (যদি আপনার কিছু থাকে)
- আপনার ক্রেডিট কমে যাচ্ছে কিনা।