বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) হাতে মোট ৫২ টি আসন এসেছিল। আর ওই ৫২ জন সাংসদের মধ্যে একজন ছিলেন কেরলের ডিন কুরিয়াকোস (Dean Kuriakose)। নির্বাচন সম্পন্ন হওয়ার পর কংগ্রেসের এই সাংসদকে নিয়ে অনেক খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, সপ্তদশ লোকসভায় ডিন কুরিয়াকোসের উপড়ে সবথেকে বেশি ক্রিমিনাল কেস ছিল। ওনার বিরুদ্ধে মোট ২০৪ টি ক্রিমিনাল কেস দায়ের আছে।
ইড্ডুকি লোকসভা আসন থেকে নির্বাচনে জিতে সংসদে পৌঁছান ডিন কুরিয়াকোস নিজের হলফনামায় বলেছিলেন যে, ওনার বিরুদ্ধে ২০৪ টি অপরাধিক মামলা দায়ের আছে। লুটপাট, কারোর ঘরে জোর করে ঢোকা আর অপরাধের উস্কানি দেওয়ার মামলায় আছে ওনার বিরুদ্ধে।
কেরলের রাজনীতিতে কংগ্রেসের যুব মুখ হিসেবে খ্যাত কুরিয়াকোস নির্বাচনে ১.৫ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন।
কুরিয়াকোস কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে হুমকি দেওয়াতেও অভিযুক্ত। উল্লেখ, লোকসভায় উন্নাও রেপ কেস নিয়ে তর্ক চলছিল। আর সেই সময় কংগ্রেসের কিছু সাংসদ স্মৃতি ইরানির (Smriti Irani) সাথে তর্কে জড়িয়ে পড়েন। এরপর কুরিয়াকোস তেড়েমেরে স্মৃতি ইরানির দিকে এগিয়ে যায়। এরপর সংসদে হাঙ্গামা আরও বেড়ে যায়। বিজেপির তরফ থেকে কংগ্রেসের সদস্যদের হুমকি দেওয়ার মতো আচরণ করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানায়।