ফের আবহাওয়ার রদবদল, আগামী দু-তিন দিনের জন্য বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ বিদায় নিচ্ছে শীত(Winter), উত্তরবঙ্গে (north bengal) ঢুকছে বর্ষা (rain)। ফেব্রুয়ারীে (february) শেষেই পুরোপুরি শীতের আমেজকে বিদায় জানাতে চলছে শহরবাসী। তবে জেলার দিকে সামান্য শীতের আবহাওয়া থাকতে পারে।

IMG 20200215 113550

রাত পেরিয়ে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার যে বৃদ্ধি ঘটছে, তা থেকেই পরিস্কার যে শহর থেকে বদায় নিচ্ছে শীত। তবে এই বসন্তেই হয়ত আসতে চলেছে বর্ষা। তবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে শহরের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৩৫ শতাংশ। তবে পশ্চিমী ঝঞ্জার প্রবেশের কারণে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং (Darjeeling) ,জলপাইগুড়ি (Jalpaiguri ), কালিম্পং (Kalimpong ), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহারে (Cooch Behar) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার কলকাতা তাপমাত্রা বেড়ে সর্বনিম্ন ১৮ ডিগ্রী সেলসিয়াস হবে ।এবং তাপমাত্রা  সর্বোচ্চ ৩০ ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাঁরা আরও জানায়, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ আবহাওয়াবিদের মতে, প্রথমত সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ অনেকটাই কম থাকবে। বাতাসে এখনও উত্ত‌ুরে হাওয়ার প্রভাব স্পষ্ট রয়েছে। এমনকি আকাশ পরিস্কারও রয়েছে।

এখন শীতের আমেজকে পিছনে ফেলে উত্তরবঙ্গে ঢোকার জন্য উন্মুখ হয়ে রয়েছে বর্ষা। ১৮ ও ১৯ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

সম্পর্কিত খবর