অবহেলিত পুলবামা শহীদের স্ত্রী সবজি বিক্রি করে চালান সংসার, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

বাংলহান্টঃ খুব বেশিদিন হয়নি পুলওয়ামাতে শহীদ হয়েছেন দেশের জওয়ানরা। কিন্তু কোনোদিন সেই শহীদ জওয়ানদের পরিবারের খোঁজ নেয়না. দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকা সেনা জওানরা বলিদান হয়ে যান কিন্তু তারপর তাদের পরিবারের হাল হকিকতের খোঁজ কেউ রাখেন না। গত বছরের ১৪ই ফেব্রুয়ারী মর্মান্তিক পুলওয়ামার ঘটনায় শিউরে উঠেছিলো ভারতীয়রা. আর এবছর সেই কালো দিনের অর্থাৎ পুলওয়ামার জঙ্গি হামলার এক বছর পূরণ হল।

unnamed 1 1

দেশজুড়ে সাধারন মানুষ সহ নেতা-মন্ত্রীরাও যোগ দিয়ে শহিদদের স্মৃতিচারন করেন।তাদের সম্মান প্রদানের কোনো ত্রুটি রাখা হয়নি. এর পাশাপাশি শহিদদের স্মৃতিতে এদিন মোমবাতিও জ্বালানো হয়। কিন্তু এই শহীদদের একজনের স্ত্রীর ভবিষ্যত এখন রাস্তায়. অর্থাৎ সবজি বেঁচে তার দিন চালান।

আর এরপরেই এই জওয়ানের স্ত্রীর সবজি বিক্রির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সাহায্য করার আবেদন জানানো হয়. আর্জি জানিয়েছেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা. অনেকদিন ধরেই এই ব্যাপারটা তার নজরে আসে. আর এই টুইট পেয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ( Hemant Soren) সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি জওয়ানের স্ত্রীকে সাহায্য করার পাশাপাশি সেই গুমলা জেলা যেখানে তিনি থাকেন, সিমদেগার ডেপুটি কমিশনারকে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সবরকম সরকারি সুবিধা যাতে ওই পরিবারটি পায় তাঁর ব্যবস্থা করার নির্দেশ দেন।সাহায্যের পাশাপাশি এই বিষয়টি জানানোর জন্য ঝাড়খণ্ডের ওই ব্যাক্তিকে ধন্যবাদ জানান তিনি।

সম্পর্কিত খবর