তাপস পালের প্রয়ানে শোকাহত মমতা ব্যানার্জি, বললেন: উনি মানুষের জন্য কাজ করতেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন। মঙ্গলবার ভোর ৩:৩৫ মিনিটে প্রয়াত হন বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল ও বিতর্কিত তারকা তাপস পাল। এইদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। এই খবর প্রকাশ্য আসতেই শোকের কালো ছায়া নেমে আসে চলচ্চিত্র জগত ও রাজনৈতিক মহলে। শোক জ্ঞাপন করেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে তারকারাও।

অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি টুইট করে লেখেন, “তাপস পালের মৃত্যুতে গভীর শোকাহত। বাংলা চলচ্চিত্র জগতের একজন সুপারস্টার হওয়ার পাশাপাশি তৃণমূল পরিবারের এক সদস্যও ছিলেন তিনি। সাংসদ ও বিধায়ক হয়ে তিনি মানুষের জন্য অনেক কাজ করেছেন। ওনার অভাব পূরণ হবে না। ওনার স্ত্রী নন্দিনী, মেয়ে সোহিনী ও অসংখ্য ভক্তর জন্য আমার সমবেদনা রইল।”

তাঁর এই টুইটের রিটুইট করে মন্তব্য করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহানও। তিনি লিখেছেন, “সুপারস্টার ও অসাধারন সহকর্মী, যার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলাম আমি। ওনার আত্মার শান্তি কামনা করি।“ বাদ যাননি দেবশ্রী রায়, রঞ্জিত মল্লিক, ইন্দ্রানী হালদার, শ্রাবন্তী চ্যাটার্জি সহ চলচ্চিত্র ও রাজনৈতিক জগতের বহু ব্যক্তিত্ব।

https://www.instagram.com/p/B8sjyuLBdM4/?utm_source=ig_web_copy_link

দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না দেবশ্রী। আপনজনকে হারিয়ে ফেলেছেন, এমনটাই বক্তব্য তাঁর। শোকপ্রকাশ করেছেন রঞ্জিত মল্লিকও। প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন তিনি। সহকর্মীর সঙ্গে ছবি শেয়ার করে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

সম্পর্কিত খবর

X