আজকের রাশিফল বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০

 

বাংলা হান্ট ডেস্ক : সিদ্ধিদাতা গনেশের গগনা অনুযায়ী আজ রাশি অনুযায়ী কেমন কাটবে আজকের দিন।

মেষ : বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ঝামেলায় পড়তে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা দেখা দেবে। ধর্মীয় কোনো সফরে আপনার মনবাসনা পূরণ নাও হতে পারে। জীবীকার জন্য বিদেশ যাত্রায় আসবে অনাকাঙ্খীত বাধা।

বৃষ: সময় কিছুটা প্রতিকূল হওয়ার আশঙ্কা। হটাৎ করেই পরিবারের কোনো সদস্যর অসুস্থতায় ব্যয় বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে। পাওনাদারের সাথে ঝামেলায় জড়িয়ে যাবেন। শেয়ার ব্যবসায়ীদের বিনিয়োগে আরো সতর্ক হতে হবে। রাস্তাঘাটে পুলিশী হয়রাণির আশঙ্কা প্রবল।

মিথুন: সাংসারিক বিষয়ে জীবন সাথীর সন্দেহের শিকার হতে পারেন। ব্যবসায়ীক বিষয়ে অংশিদারের সাথে কোনো মতো বিরোধ দেখা দেবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে জীবন সাথীর সাথে ঝামেলা হতে পারে। শরীর স্বাস্ত্য ভালো যাবে না। পায়ে কোনো আঘাত পেতে পারেন।

কর্কট : কর্মস্থলে সহকর্মীদের দ্বারা উত্যক্ত হতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। অণৈতিক সম্পর্কর বিষয়ে আরো সাবধানতা অবলম্বন করুন। কোনো অসাধু চক্রর সাথে জড়িয়ে যেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রতারিত হওয়ার আশঙ্কা। আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে।

সিংহ : সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দেবে। সৃজনশীল পেশাজীবীদের কাজের কর্মে বাধা বিপত্তির আশঙ্কা। রোমানিটক বিষয়ে অনাকাঙ্খীত ঝামেলা দেখা দেবে। প্রবাসী কারো সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারেন।

কন্যা: কন্যার জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময় প্রত্যাশিত কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। আর্থিক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। মায়ের সাথে কোনো সাংসারিক বিষয়ে মতানৈক্য দেখা দেবে। বাড়িতে কোনো আত্মীয়র আগমনে সাংসারিক প্রশান্তির অবশান হতে পারে। যানবাহন হারিয়ে ফেলার আশঙ্কা।

IMG 20191218 234251

তুলা : সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের পেশাগত ঝুঁকি বাড়তে থাকবে। আর্থিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাথে কোনো প্রকার মনমালিন্য হওয়ার আশঙ্কা। গার্মেন্টস ব্যবসায়ীরা কাজের ওয়ার্ক অর্ডার পেতে অনেক কাটখর পোড়াতে হবে। প্রতিবেশীর কারনে কোনো ঝামেলায় পড়তে পারেন।

বৃশ্চিক: সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। ব্যবসায়ীক কিছু টাকা পয়সা আদায়ের সুযোগ রয়েছে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। পেটের পীড়ায় ভুগতে পারেন। রহস্যজনক উৎস থেকে ধন লাভের যোগ প্রবল। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ঝামেলার আশঙ্কা প্রবল।

ধনু : কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। শারীরিক ভাবে কিছুটা দূর্বল থাকতে পারেন। সময় কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। হটাৎ করেই সকলের সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য ক্ষেত্রে আজ প্রবল কলহের যোগ। অংশিদারী ব্যবসায় অংশিদারের সাথে ঝামেলা দেখা দেবে।

মকর : ব্যবসায়ীক ক্ষেত্রে আইনগত জটিলতার আশঙ্কা প্রবল। ট্রান্সপোর্টের ব্যবসায়ীরা পুলিশী হয়রাণির সম্মূখীন হতে পারেন। প্রবাসীদের কর্মহাণির আশঙ্কা প্রবল। আইনজীবী ও ট্যাক্স কর্মকর্তাদের ভালো আয়ের সুযোগ রয়েছে। দূরের যাত্রায় বাধা।

কুম্ভ : ব্যবসায়ীদের আয় রোজগার ও বকেয়া টাকা আদায়ে বাধা বিপত্তি দেখা দেবে। বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হতে পারে। ব্যাংক লেনদেনে আপনাকে সতর্ক হতে হবে। কোনো বন্ধুর সাথে লেনদেন না করাই ভালো। চাকরীজীবীরা আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকবেন।

মীন : সরকারী চাকরীজীবী ও কর্মজীবীরা কিছু ঝামেলায় পড়তে পারেন। পদস্ত কর্মকর্তার সাথে সম্পর্কের অবনতি হবে। বিদেশ থেকে কোনো কাজের অর্ডার পেতে পারেন। বন্ধু বা কোনো ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি দেখা দেবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না।

Udayan Biswas

সম্পর্কিত খবর