ডিপ নেক গাউনে বিরাট-পত্নী, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সঙ্গে ক্রিকেটের মেলবন্ধন নতুন কিছু নয়। বহুদিন ধরে চলে আসছে এই মেলবন্ধন। আগের আমলের শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদি বা হালের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা ও হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্টানকোভিচ। দুইয়ের মধ্যে মেলবন্ধন আগে থেকেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতীয় ক্রিকেট দলের বহু তারকার নাম জড়িয়েছে বলিউড তারকাদের সঙ্গে।

anushka sharma 155711794910

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার বিয়েটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা ছিল ক্রিকেট ও বিনোদন জগত উভয়ের পক্ষেই। ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তারপর থেকে একে অপরকে চিরকাল উৎসাহ প্রদান করে গিয়েছেন দুজনে। দুজনের কার্যক্ষেত্র আলাদা হলেও সেই উৎসাহে কোনওদিন ভাঁটা পড়েনি। অনুষ্কার ছবি বা ফটোশুটে সবসময় প্রশংসা করতে দেখা গিয়েছে বিরাটকে। অভিনেত্রীও ম্যাচের সময় সাহস জুগিয়েছেন স্বামীকে।

https://www.instagram.com/p/B8vRmW8J5qC/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি একটি নতুন ফটোশুট করেছেন অনুষ্কা। সেখানে তাঁকে দেখা গিয়েছে সোনালি ও কালো গাউনে। ডিপ নেক গাউনে অভিনেত্রী যে রীতিমতো আগুন ছড়াচ্ছেন তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ফটোশুট। পাঁচ লাখেরও বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। তবে এই ছবির নেপথ্যে একটি মজার কাণ্ডও রয়েছে। নিজের ছবিতে নিজেই মন্তব্য করেছেন অনুষ্কা। নিজেকে দেখে নিজেই যে চমকে গিয়েছেন সেকথা স্বীকার করে নিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B8t4-cPJbUx/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8t31IKJXVw/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B8t3mlupV6l/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, ২০১৭ সালে ইতালিতে বসে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিবাহ আসর। তবে সেই বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের কাছের কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধব।

Niranjana Nag

সম্পর্কিত খবর