‘সদগুরু’কে অপমান, রঙ্গোলির তীব্র আক্রমণের মুখে ভীর দাস

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেলের সব বিষয়ে মন্তব্য করার স্বভাবের কথা সকলেই জানেন। এর জন্য বহুবার তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তৈরি হয়েছে নানা বিতর্ক। কিন্তু রঙ্গোলির পরিবর্তন হয়নি। তিনি যেমন তেমনই রয়ে গিয়েছেন। এই কারনেই রঙ্গোলি চান্দেলের নামের সঙ্গে বিতর্ক কথাটা প্রায় ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। প্রতিবারের মতো এবারও বিতর্কে জড়িয়েছেন বা বলা ভাল বিতর্কের সূত্রপাত করেছেন তিনি। এবারে তাঁর নিশানা কমেডিয়ান ভীর দাস। ‘সদগুরু’কে নিয়ে তীর্যক মন্তব্য করায় তাঁকে আক্রমণের নিশানা বানিয়েছেন রঙ্গোলি।

966556 actress kangana ranaut s sister rangoli ranaut 393704 1200

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ‘সদগুরু’কে নিয়ে তীর্যক মন্তব্য করেন ভীর। সেখানে তিনি লেখেন, ‘লম্বা দাড়ি ও চুলওয়ালা বাবাদের নিয়ে কি আমরা সকলেই বিরক্ত নই? এমন পোশাক পরে কারওরই মনোভাব আধ্যাত্নিক হয়ে যায় না। অনেক সাধারন পোশাক পরা বাবাদের দেখেও বোকা বোকা মনে হয়।’ তাঁর এই মন্তব্যের পরেই কটাক্ষ করেছেন রঙ্গোলি। তিনিও পাল্টা টুইট করে লিখেছেন, ‘ভীর দাশ জি, NYC Times এর একজন বেস্ট সেলিং লেখক। শিক্ষা, পরিবেশ ও আধ্যাত্মবাদ নিয়ে তাঁর কাজের জন্য তিনি পদ্মবিভূষন পুরস্কারও পেয়েছেন। পাশাপাশি তিনি খুব ভাল গল্ফও খেলেন। কোটি কোটি মানুষকে প্রেরণাও যোগান তিনি। আর আপনি দু টাকার ভাঁড় ওনাকে অপমান করছেন।’

https://twitter.com/Rangoli_A/status/1229984953544261632?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1229984953544261632&ref_url=https%3A%2F%2Fwww.jagran.com%2Fentertainment%2Fbollywood-kangana-ranaut-sister-rangoli-chandel-blasts-comedian-vir-das-for-taking-a-dig-at-indian-guru-20044385.html

এখানেই থেমে থাকেননি রঙ্গোলি। ভীর দাসকে ‘চম্পু’ বলে সম্বোধন করেও তিনি তীব্র আক্রমণ করেন। তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি ভীর।

https://twitter.com/Rangoli_A/status/1229986863793893376?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1229986863793893376&ref_url=https%3A%2F%2Fwww.jagran.com%2Fentertainment%2Fbollywood-kangana-ranaut-sister-rangoli-chandel-blasts-comedian-vir-das-for-taking-a-dig-at-indian-guru-20044385.html

এর আগেও আলিয়া ভাট, তাপসী পন্নু সহ বহু তারকাই রঙ্গোলির আক্রমণের শিকার হয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর