মলদ্বীপে পারদ ছড়াচ্ছেন মৌনি, ভাইরাল একের পর এক ছবি

বাংলাহান্ট ডেস্ক: মৌনি রায় এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ধারাবাহিক দিয়ে কাজ শুরু করেন তিনি। সেখানেও বেশ জনপ্রিয়তা পান মৌনি। তাঁর অভিনীত নাগিন ধারাবাহিকের চরিত্র এথনও মনে গেঁথে রয়েছে মানুষের। তারপরেই পান বিগ ব্রেক। অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি। চরিত্রটি ছোট হলেও স্বল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

xmouni roy 12.jpg.pagespeed.ic .C3hrQRv8DE

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন মৌনি। ব্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে প্রায়ই নানা জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। সেই সব ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন মৌনি। সেখানকার প্রচুর ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। কোনও ছবিতে দেখা গিয়েছে উন্মুক্ত পিঠে সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছেন। আবার কখনও সমুদ্রের নীল জলে স্কুবা ডাইভিং করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

https://www.instagram.com/p/B8s-6sCp8Wr/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/B8s-2uvJ1ls/?utm_source=ig_embed

মলদ্বীপে গিয়ে ম্যাগাজিনের কভারের জন্যও ফটোশুট করেছেন মৌনি। ছবিতে তাঁকে দেখা গিয়েছে একটি সুইমিং পুলের সামনে। পরনে বিভিন্ন রঙের একটি কেপ যেটি তিনি বিকিনির ওপর পরেছেন। খোলা চুলে সাবলীল ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। আরও একটি ছবিতে দেখা গিয়েছে হলুদ পোশাকে কাঠের পাটাতনের ওপর শুয়ে রয়েছেন তিনি। এই সব ছবিই তাঁর মলদ্বীপ ভ্যাকেশনের সময় তোলা। আগের ছবিগুলোর মতো এই ছবিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই কয়েক লক্ষ লাইক, কমেন্ট পড়ে গিয়েছে ছবিতে।

https://www.instagram.com/p/B8inFQpJ_qn/?utm_source=ig_embed

প্রসঙ্গত, এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন মৌনি রায়। তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। এর আগে মেড ইন চায়না ছবিতে দেখা গিয়েছিল মৌনিকে। তাঁর বিপরীতে ছিলেন রাজকুমার রাও।

Niranjana Nag

সম্পর্কিত খবর