তরুণরাই আমাদের ভরসা, লাল ঝাণ্ডায় ভরিয়ে দাও সব জায়গা: গৌতম দেব

সামনেই পুরভোট। কলকাতা ছাড়াও অন্যান্য জেলাতে একই সময়ে নির্বাচন হওয়ার কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে, সিপিএমের যেই অবস্থা তাতে এখন নতুন করে কিছু বলার সম্ভাবনা কম।  এরপরও বিজেপিকে রুখতে গৌতম দেবের বার্তা দিয়েছে যে , মমতা ও বিজেপি দুটোকেই হারাতে হবে। কিন্তু সেই নিয়ে নতুন করে কিছু বলার নেই । বেশ কয়েক বছর ধরে যে অবস্থা সিপিএমের , তাতে সেই নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে।

অনেকেই সিপিএমের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আবার অন্যদিকে বিরোধিরাও ব্যংগ করে সিপিএমকে নানা কটাক্ষ করে চলেছে। বেশ কিছুদিন আগেও বিজেপি তাদের পুরভোটের একটা হেভিওয়েট তালিকা প্রকাশ করেন। আর সেই নিয়ে ইতিমধ্যে দেখা দিয়েছে চাপের পরিস্থিতি। অনেকেই নতুন যোগ দিতে চলেছেন। আবার এদিন  তরুণদের উপর ভর করেই এই কাজ করা সম্ভব বলে জানান গৌতম দেব ।AG 16এতো সব কিছুর পরেও  কিন্তু কোথাও আবার তৃণমূল সুপ্রিমোকেও ‘পরামর্শ’ দিয়ে রাখলেন, বিজেপি মূল শত্রু বলে মন্তব্য করেন তিনি । যে মহল্লায় সিপিএম খুঁজে পাচ্ছেন না, লাল ঝান্ডায় ভরিয়ে দিন , এদিন এরকমই বলেন গৌতম দেব।  এই দিন তিনি অনেক কথাই বলেন । সামনে পুরভোট এসে যাওয়ায়  তিনি বলেন তরুণই একমাত্র ভরসা। বরাবর তিনি বিশাল সোজাসাপ্অটা কথা বলে থাকেন।  ক্ষোভ উগড়ে দিতেও পিছপা হন না তিনি।

অনেক দিন  পর প্রকাশ্যে এসে ঝাঁঝালো মন্তব্য করতে দেখা গেল সিপিএমের বর্ষীয়ান নেতা গৌতম দেবকে।  এখানে ইতি নয় এদিন তিনি বলেন “বিজেপি, তৃণমূল যে ভুল কাজ করেছে আমাদের দলের কিছু লোক‌ও আগে তা করেছে।। আমি দলে বলেছিলাম এসব চলতে পারেনা”।

সম্পর্কিত খবর