আইলীগে অবনমনের মধ্যেই শতবর্ষে ফের ধাক্কা ইস্ট বেঙ্গলে। ফিফা শাস্তি দিল ইস্টবেঙ্গল ক্লাবকে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা 17 লক্ষ টাকা জরিমানা করল ইস্টবেঙ্গল ক্লাবকে। এছাড়াও সুদ বাবদ আরও দুই লক্ষ টাকা দিতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে।
কাতসুমির সাথে ইস্টবেঙ্গল ক্লাব চুক্তি ভঙ্গ করেছিল। সেই জন্য কাতসুমি ক্ষতিপূরণ বাবদ 80 লক্ষ টাকা চেয়ে ফিফার কাছে অভিযোগ করেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সেই অভিযোগের উপর ভিত্তি করেই ফিফার তরফে শাস্তি দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবকে। ফিফার তরফে জানিয়ে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে 17 লক্ষ টাকা দিতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। যদি ইস্টবেঙ্গল ক্লাব এই টাকা না দেয় তাহলে সামনের মরশুমে ট্রান্সফার ব্যান করে দেওয়া হবে ইস্টবেঙ্গলের।
এই জাপানি ফুটবলার গত মরশুমে নেরোকা জার্সিতে খেলেছিলেন। ফিফার তরফে কাতসুমির অভিযোগের বিরুদ্ধে তদন্ত করা হয়। শুনানির পর ফিফার তরফে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিয়ে জানানো হয়েছে পয়তাল্লিশ দিনের মধ্যে যেন সুদ সমেত 19 লক্ষ ফিরিয়ে দেওয়া হয় কাতসুমিকে।