বাংলাহান্ট ডেস্কঃ রবিবার হায়দরাবাদে লঞ্চ হল EPluto 7G। যা চার্জ দিলে এই গাড়িতে ১১৬ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। একই সাথে গাড়িটি ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে পাঁচ সেকেন্ডে গতি কমিয়ে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলে যেতে পারে। এতে রয়েছে ২.৫ KWH লিথিয়াম আয়ন ব্যাটারি। চার ঘণ্টায় সম্পূর্ণ চার্জ দেওয়া যায় এই গাড়ির ব্যাটারিকে।
জানা যাচ্ছে, এই স্টার্ট আপ সংস্থা নিজেরাই গাড়ি ও ব্যাটারি দুটোই তৈরি করছে। ব্যাটারিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং একই সাথে সাশ্রয়ী। সম্পূর্ণ চার্জ করার জন্য খরচ হয় মাত্র ২.৫ ইউনিট ইলেকট্রিসিটি, যার খরচ পড়ে মাত্র ১৫ থেকে ১৭ টাকা। ব্যাটারি ও গাড়ি দুটোই সম্পূর্ণভাবে ভারতীয় আবহাওয়ার জন্য তৈরি করা হয়েছে। ব্যাটারিগুলি খুব সহজেই চার্জ দেওয়া যায় বলে জানিয়েছেন PURE EV নামে ওই সংস্থার সিইও গার্গী পাচাল।
সংস্থাটি জানাচ্ছে যে, এই গাড়ি চার্জ দেওয়ার জন্য 25 AMP চার্জিং সকেটের কোনও প্রয়োজন নেই। 10 Amp অথবা 15 Amp সকেটেই চার্জ দেওয়া সম্ভব।
এই নতুন এই স্কুটারের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯৯ টাকা। সূত্র থেকে জানা যাচ্ছে, বর্তমানে প্রত্যেক মাসে ২০০০টি গাড়ি তৈরি করার ক্ষমতা আছে এই সংস্থার। তবে যেখানে অন্যান্য় গাড়ি প্রস্তুত কারকেরা বিদেশ থেকে তাদের গাড়ির জন্য ব্যাটারি আনান সেখানে এই নতুন কোম্পানির নিজস্ব ব্যাটারি বাজারে কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না।