জুতো খুলে মেঝেতেই বসে পড়লেন মোদি ও ট্রাম্প, চালালেন গান্ধীজির চরখা

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিক্ষার অবসান ঘটল। হাইটেক বিমান এয়ারফোর্স ওয়ান থেকে ভারতের (India) মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে ভারতে আসলেন তিনি। ট্রাম্প এবং মেলানিয়াকে অভ্যর্থনা জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি (Narendra Modi)।

ইতিমধ্যেই সবরমতি আশ্রমে জুতো খুলে মেঝেতেই বসে পড়লেন মোদি ও ট্রাম্প। এমনকি চালালেন গান্ধীজির চরখাও, সাথে ছিলেন প্রধানমন্ত্রী মোদী ও আমেরিকার ফার্স্ট লেডি। আশ্রম থেকে কিছুটা সময় কাটিয়ে তারপর মোতেরা স্টেডিয়ামের ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের উদ্দ্যেশ্যে রওনা হবেন তিনি। সকাল ১১ টা বেজে ৩৭ মিনিটে এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি দিয়ে নেমে আসেন ট্রাম্প, দুধসাদা জাম্পসুটে স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা, জামাই জারেড কুশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান, শঙ্খনাদ, মঞ্জিরার তালে হুডা নাচের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের। ট্রাম্পকে আলিঙ্গনের মাধ্যমে অভ্যতর্না জানান মোদী এবং করমর্দন করেন মেলানিয়ার সঙ্গে।

 

ইতিমধ্যেই বেলা ১১ টায় বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay) উপস্থিত হয়ে গেছেন এই অনুষ্ঠানে। আসার পথে ট্রাম্প বিমান থেকে নিজেই হিন্দিতে টুইট করে জানিয়েছিলেন, ” মাঝরাস্তায় রয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভারতে এসে সকলের সঙ্গে দেখা করব।” মার্কিন প্রেসিডেন্টের হিন্দি টুইটের উত্তরে মোদী লেখেন – ‘অতিথি দেব ভবঃ’।

বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয় নাচের অনুষ্ঠানের মাধ্যমে। চারিদিকে সতর্কতা জারী করা হয়েছে।  ট্রাম্পের আগমনে ভারত- আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা যাচ্ছে। ইতিমধ্যেই ট্রাম্পকে দেখতে ভীড় উপছে পড়েছে স্টেডিয়াম চত্বরে। আজকের কর্মসূচীর পর আগ্রায় তাজমহল দর্শনে যাবেন সস্ত্রীক ট্রাম্প। তাঁর জন্যও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর