কোল্লামের কুলাথুপুজার কাছে একটি ব্রিজ থেকে দূরপাল্লার রাইফেলগুলিতে ব্যবহৃত ১৪ টি লাইভ বুলেট উদ্ধার করেছে কেরালা পুলিশ। আর এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । কারন প্রাথমিক তদন্তের সময় দেখা গেছে যে গুলিতে পিওএফ চিহ্নিত ছিল যার অর্থ ‘পাকিস্তান অর্ডানেন্স ফ্যাক্টরি’। আর এর মধ্যেই সামরিক গোয়েন্দারা কেরালায় এসে পৌঁছেছে । তারা খুব তাড়াতাড়ি বুলেট উদ্ধারের তদন্ত শুরু করতে চলেছে। এবং এরপরেই তারা এনআইএ-তে যোগ দেবে।
আর এসবের মধ্যে আবার কর্ণাটকের বিজেপি প্রবীণ নেতা এবং সাংসদ শোভা করান্দলাজে বেজায় চটে যান। তিনি তামিলনাড়ুর বনাঞ্চলের সীমান্তের কুলাথুপুঝায় দীর্ঘ দূরত্বে যেখানে রাইফলের গুলি মিলেছে সেখানে রাষ্ট্রপতির শাসনের দাবি করে বসেন। বলা যেতে পারে এই নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কে বা কারা তাজা কার্তুজগুলি এ ভাবে রাস্তায় ফেলে গেল, সেগুলি এলোই বা কোথা থেকে পুলিশ তা তদন্ত করে দেখছে। দুই ব্যক্তি স্কুটারে চেপে যাওয়ার সময় এই কার্তুজ দেখতে পান। এইদিন ব্রিজে ওঠার আগে আগেই রাস্তার ধারে সন্দেহজনক কিছু পরে থাকতে দেখে, এরপর আগ্রহ বেড়ে যাওয়ায় তারা কাছে গিয়ে দেখে। এরপরেই নজরে আসে কার্তুজ। তখন তারা পুলিশে খবর দেন।
৭.৬২ মিমি বুলেটগুলি পিওএফের আদ্যক্ষর বহন করা এই গুলি ১৯৮১ থেকে ১৯৮২ সালে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। রাজ্য পুলিশ প্রধান লোকনাথ বেহরা ক্রাইম ব্রাঞ্চকে তদন্ত শুরু করতে বলেছেন।