শিল্পার মা হওয়া নিয়ে নাখুশ রঙ্গোলি, টুইট ঘিরে বিতর্ক নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের ১১ বছর পর ফের মা হয়েছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। দীর্ঘদিন ধরে চেষ্টা করার পর অবশেষে সুখবর এল অভিনেত্রীর বাড়িতে। ২১ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে জন্ম হয় শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার কন্যা সমিশা শেট্টি কুন্দ্রার। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই সুখবর শেয়ারও করে নেন শিল্পা।

আর এরপরেই আসরে নেমেছেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। শিল্পার সারোগেসির মাধ্যমে মা হওয়ার বিষয়টাকে যে তিনি খুব একটা ভাল চোখে দেখেননি সেটা তাঁর টুইট দেখেই স্পষ্ট। নাম না করে শিল্পাকে বিঁধেছেন তিনি। রঙ্গোলি টুইটে লেখেন, “আমার এক সন্তান রয়েছে, আমি আরও এক সন্তান চাই। আমি ও আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছি আমরা দত্তক নেব। অন্যদেরও অনুপ্রেরণা যোগাতে চাই যে সারোগেসি নয়, প্রয়োজনে দত্তক নিন। এই পৃথিবীতে যে শিশুদের বাবা মা নেই তাদের একটা পরিবার দেওয়া উচিত। তাদেরও বাবা মায়ের ভালবাসার প্রয়োজন।”

54t6 7u7u

216185 664353 shilpa shetty super dancer 2 finale

 

রঙ্গোলি আরও টুইট করেন, “অজয়(রঙ্গোলির স্বামী) ও আমি ইতিমধ্যেই দত্তক নেওয়ার সব কাগজপত্র ঠিক করে ফেলেছি। কঙ্গনা ওর নামও ঠিক করেছে, গঙ্গা। একজন শিশুকে পরিবার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।” রঙ্গোলির এই টুইটের পর রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। নেটিজেনদের একাংশ সমর্থন করেছে রঙ্গোলিকে। আবার অপর অংশ মন্তব্য করেছে, সারোগেসি বা দত্তক নেওয়া পুরোটাই দম্পতির সিদ্ধান্ত। রঙ্গোলি যদি দত্তক নিতে চান তাহলে খুবই ভাল কথা। কিন্তু সেটা নিয়ে শো অফ করা কেন?

https://www.instagram.com/p/B80Uq2RB3yj/?utm_source=ig_web_copy_link

২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিল্পা। ২০১২তে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান ভিয়ানের।

Niranjana Nag

সম্পর্কিত খবর