বাংলাহান্ট ডেস্কঃ নব্বই দশকে খেলার মাঠে ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দাঁত দিয়ে নখ কাটার দৃশ্য এখনো অনেক ক্রিকেট প্রেমীর। আবার অনেক পর্দার মানুষের নখ কাটার এই অভ্যেসটা রয়েছে। আমাদের অনেকের কোনরকম চিন্তা বা টেনশন হলেই হাতটি চলে যায় মুখের কাছে। জানেন কি আপনার এই অভ্যাস সম্পর্কে জ্যোতিষ কি বলে ?
জ্যোতিষ শাস্ত্র এর মতে দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস থেকে ব্যাক্তির মানসিক চাপ নাওয়ার ক্ষমতাকে বোঝায়। নানান ব্যাক্তি মানসিক চাপ হলে তা নিয়ন্ত্রণের জন্য নানারকম পদ্ধতি অবলম্বন করেন। দাঁত দিয়ে নখ কাটা তেমনই একটি পদ্ধতি।এভাবে ব্যাক্তি তার মানসিক চাপ নিয়ন্ত্রন করার চেষ্টা করে। যদি আপনার দাঁত দিয়ে নখ কাটার এই অভ্যেসটা থাকে, তবে জ্যোতিষ বলছে,
- মানুষ হিসেবে আপনি সৃষ্টিশীল। নিজেকে সর্বদা সৃজনের কাজে নিয়োজিত রাখেন। কেবলমাত্র সৃষ্টিশীল মানুষদের মধ্যেই থাকে দাঁত দিয়ে নখ কাটার এই প্রবণতা।
- আপনি খুঁতখুঁতে স্বভাবের। যে কোনো কাজই পারফেক্ট না হলে আপনার তা পছন্দ হয় না। এই ধরনের মানুষদের মধ্যেও দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়।
- কনফিউজড মানুষের মধ্যে, অর্থাত্ যাদের ধৈর্য্য কম থাকে এবং সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারেনা তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…