একসাথে অক্ষয়, অজয় ও রণবীর ধামাল মাচাতে নিয়ে আসছে “সূর্য বংশী”, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরে বেশ কয়েকটি ছবি উপহার দিতে চলেছে বলিউড। তার মধ্যে অন্যতম পরিচালক রোহিত শেট্টির সূর্যবংশী। এই ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। এবার সেই আগুনে ঘি ঢালল ছবির নির্মাতাদের আরও একটি সুখবর। এগিয়ে এসেছে সূর্যবংশী ছবির মুক্তির তারিখ।

সম্প্রতি সূর্যবংশী ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ছবির মুক্তির তারিখ আগে যা জানানো হয়েছিল তার থেকে এগিয়ে আনা হয়েছে। চলতি বছরের ২৪ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। বলা বাহুল্য এই সুখবর শুনে অত্যন্ত খুশি সিনেপ্রেমীরা। এই সঙ্গে সূর্যবংশী ছবির অভিনেতা অক্ষয় কুমারও একটি ভিডিও শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। ছবির মুক্তির তারিখ জানিয়ে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে অক্ষয় ছাড়াও দেখা গিয়েছে ছবির অন্য দুই অভিনেতা রণবীর সিং ও অজয় দেবগণকেও। ভিডিওটির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, “Ain’t no time for crime ‘coz Aa Rahi Hai Police! #Sooryavanshi releasing worldwide on 24th March.#SooryavanshiOn24thMarch@ajaydevgn @RanveerOfficial #KatrinaKaif #RohitShetty @karanjohar @RelianceEnt @RSPicturez @DharmaMovies #CapeofGoodFilms @PicturesPVR @TSeries। অর্থাৎ অপরাধের আর কোনও সময় নেই। কারণ পুলিশ আসছে। ২৪ মার্চ মুক্তি পাচ্ছে সূর্যবংশী।

https://twitter.com/akshaykumar/status/1231782047674458113?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed&ref_url=https%3A%2F%2Fd-36885995643347615513.ampproject.net%2F2002200031230%2Fframe.html

প্রসঙ্গত, অজয় দেবগণ, রণবীর সিং ও অক্ষয় কুমারকে দেখা যাবে পুলিশের চরিত্রে। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এছাড়াও রয়েছেন জ্যাকি শ্রফ, গুলশন গ্রোভার ও সিকন্দর খের। এই ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, “রোহিত শেট্টি ও অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই অসাধারন। সেটে আমরা খুবই ভাল সময় কাটিয়েছি। সবাই একটা টিমের মতো করে কাজ করেছি।”

Niranjana Nag

সম্পর্কিত খবর