বাংলাহান্ট ডেস্ক: বিয়ের কনে মানেই তাকে হতে হবে লজ্জাবতী, ঘোমটার আড়ালে হালকা হাসি, অবনত চোখ দিয়েই বরের মন জয় করে নেবে। এই ধারনার সঙ্গে মেলে এমন বহু বিয়েই দেখেছি সবাই। বাদ ছিল না তারকারাও। আগেকার দিনে বিয়ের কনে মন্ডপে নাচছে, গাইছে এ দৃশ্য কল্পনা করাও অসম্ভব ছিল। কিন্তু এখন যুগ পাল্টেছে। পাল্টেছে সময়। বরেরা এখন অনেক আধুনিক। জীবন সঙ্গিনীর চোখে নিজের দামটা আরও একটু বাড়ানোর জন্য বিয়ের আসরেই তারা নিয়ে চলে আসে গিটার বা ক্যামেরা। গান বাজনা, ছবি তোলার সঙ্গে সঙ্গে মনের মানুষের আরও একটু কাছাকাছিও আসা হয় আবার গুরুগম্ভীর পরিবেশটাও একটু লঘু হয়।
তবে এখন কনেরাও পিছিয়ে নেই। হবু বরকে চমকে দিতে কোনও কসুরই বাকি রাখছে না তারা। তা সে বিয়ের মন্ডপে জমিয়ে নাচই হোক না কেন। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। এই ভিডিও এখন পঞ্জাবি বিয়ের। লাল লেহেঙ্গায় চুটিয়ে নাচছেন নতুন বউ। একটি জনপ্রিয় পঞ্জাবি গানের সুরে নাচতে দেখা গিয়েছে নতুন বউকে।
নাচের চোটে মাথার ওড়নাও খসে পড়ছে, কিন্তু সেদিকে নজর দেওয়ার বালাই নেই নববধূর। এদিকে বউয়ের দিকে তাকিয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়েছেন বর। ক্যাবলা চোখে তিনিও দেখেই চলেছেন কনের নাচ। উপস্থিত আত্মীয় স্বজনরাও বাহবা দিয়ে উৎসাহ যুগিয়েছেন নতুন বউকে।
এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। নেটিজেনরা মন্তব্য করছেন নতুন বউয়ের নাচ সত্যিই অসাধারন। মন থেকে খুশি হলে বোধহয় এমনই নাচ বেরোয়। এভাবেই দুলে ওঠে মন।